দূরবীণ নিউজ ডেস্ক :
নারায়ণগঞ্জ আলোচিত স্কুলছাত্রী দিসা মনি অপহরণ মামলায় গ্রেফতার হয়ে জেল হাজতে থাকা আসামির স্বজনরা অভিযোগ করেছেন, দিসা মনি অপহরণ এবং ধর্ষণ ও হত্যা করে লাশ শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়ার ঘটনা সাজানো।
ক্রসফায়ারের ভয় দেখিয়ে নারায়ণগঞ্জে কিশোরী অপহরণ মামলায় গ্রেফতার তিন আসামিকে জোরপূর্বক জবানবন্দি আদায় করেছেন তদন্ত কর্মকর্তা এস আই শামীম আল মামুন।
স্কুলছাত্রী দিসা মনিকে ধর্ষণ ও হত্যা মামলা প্রত্যাহার করে আসামিদের নিঃশর্ত মুক্তির দাবিতে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী জেলা আদালত প্রাঙ্গনে মানববন্ধনে এ অভিযোগ করেন আসামিপক্ষের স্বজনরা।
এছাড়া এ ঘটনায় সদর থানার ওসি ও তদন্ত কর্মকর্তা এবং দিসার স্বামী ইকবালসহ চার আসামিকে সোমবার আদালতে তলব করা হয়েছে।
স্বজনদের অভিযোগ, দিসা মনি অপহরণ মামলার সাবেক তদন্ত কর্মকর্তা সদর থানার এস আই (প্রত্যাহারকৃত) শামীম আল মামুন ক্রসফায়ারের ভয় দেখিয়ে জোরপূর্বক আসামিদের দিয়ে মিথ্যা জবানবন্দি আদায় করেছেন।
দিসা মনি ফিরে আসার পর বাদিপক্ষ মামলা তুলে নেয়ার কথা বললেও পুলিশের কথায় তারা মামলা তুলে নেননি। অতি সত্ত্বর মামলা তুলে নেয়ার দাবি জানান আসামির স্বজনরা।
আসামি নৌকার মাঝি খলিলের স্ত্রী শারমিন আক্তার বলেন, বিনা দোষে আমার স্বামী জেল খাটছে। মেয়েকে তো পাওয়া গেছে। তারপরও কেন আমার স্বামীসহ নিরাপরাধ তিন জনকে আটকে রেখেছে? এ মামলা তুলে নেয়ার দাবি জানাই। # কাশেম