দূরবীন নিউজ প্রতিবেদক :
নগরীর উত্তরার হাউজবিল্ডিং এর সামনে ঢাকা ময়মনসিংহ প্রধান সড়কে প্রাইভেটকারের ব্যাটারিতে শর্টসার্কিটের আগুনে গাড়িটি পুড়ে গেছে। গাড়ির নম্বর (ঢাকা মেট্রো গ-১১-০৫৫৫)।
প্রত্যক্ষ দর্শিদের মতে , বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৮ টার দিকে প্রাইভেটকারটির ব্যাটারিতে শর্টসার্কিটের কারণে আগুন ধরে যায়। পরে উত্তরার ফায়ার সার্ভিসের দুটি উইনিট এসে আগুন নিভাতে সক্ষম হন। তবে গাড়িটি আগুনে সম্পূর্ণ ভষ্মিভূত হয়ে গেছে।
সিএনজি চালিত প্রাইভেটকারটির পেছনে গ্যাস সিলিন্ডারটি অক্ষত রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হলে পাশের নর্থ টাওয়ার, এস আর টাওয়ার ও বিজিএমইএ ভবনে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় রক্ষা পেয়েছে এ তিনটি ভবন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টা সময়ে উত্তরার এই প্রধান সড়কটি থাকে খুবই ব্যস্ত। প্রাইভেট কারটি ঢাকার দিক থেকে টঙ্গীর দিকে যাচ্ছিল। হঠাৎ করেই গাড়ির সামনে কালো ধোয়া দেখে চালক গাড়িটি রাস্তার মাঝখানেই থামান।
অল্প সময়ের মধ্যেই পুরো গাড়িতেই আগুন ধরে যায়। গাড়িতে চালক একাই ছিলেন। চালক গাড়ি থেকে নেমে পালিয়ে যান। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। বন্ধ হয়ে যায় ঐ রাস্তায় যান চলাচল। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
উত্তরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম নয়া দিগন্তকে জানান, আগুনের খবর পেয়ে আমরা দ্রুত এসে আগুন নেভাতে সক্ষম হয়েছি। গাড়িতে কাউকে পাইনি।
উত্তরা পশ্চিম থানার পুলিশের উপ পরিদর্শক শাহ আলম জানান, পুরে যাওয়া গাড়ির নম্বর পাওয়া গেছে। আমরা এখন গাড়ির মালিক ও চালককে খুঁজে পাব সহজেই। আগুন লাগার কারণও জানতে পারবো। #