দূরবীণ নিউজ ডেস্ক :
বন্যার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনা নদীসহ দেশের বেশ কয়টি পানি। দেশের বিভিন্ন এলাকায় নতুন করে প্লাবিত হবার খবর পাওয়া যাচ্ছে ।
যমুনার পানি আরিচা পয়েন্ট সোমবার স্থিতিবস্থায় থাকলেও বিপদসীমার ৮০ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়। এতে করে ঢাকা-আরিচা মহাসড়কের উথলী ইন্টারসেকশনের এক লেনে পানি উঠে যায়।
টানা তিন দিন পানি বৃদ্ধির ফলে শাখা নদী ইছামতি, কালীগঙ্গ, ধলেশ্বরীর পানিতে অভ্যন্তরীণ বিভিন্ন হাট-বাজার, জনপথ, বাড়ি-ঘর, শিক্ষা প্রতিষ্ঠান তলিয়ে গেছে।
শিবালয় উপজেলার ৭টি ইউনিয়নের সর্বত্র ও পার্শ্ববর্তী এলাকার পাকা-কাচা রাস্তার প্রায় ৩০ শতাংশ পানিতে তলিয়ে গেছে। রাস্তা ভাঙন রোধে বিভিন্ন সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।
দুর্গম চরাঞ্চল ও হাট-বাজারের নলকুপ তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে। অনেকেই গবাদী পশু-পাখি নিয়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন।
এদিকে, তীব্র স্রোত ও ঢেউয়ে ব্যস্ততম পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি-লঞ্চ চলাচল বিঘ্নিত হওয়ায় উভয় ঘাটে যানজট স্থায়ী রূপ নিয়েছে। # কাশেম