বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৩:৩৪ পূর্বাহ্ন

দুর্নীতির বিরুদ্ধে সকলকে সচেতন হতে হবে : দুদক কমিশনার

দূরবীণ নিউজ প্রতিবেদক :
দুর্নী‌তি দমন ক‌মিশ‌নের মাননীয় ক‌মিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম বলেছেন, সরকারি সেবা প্রদানে দুর্নীতি মেনে নেওয়া হবে না। দুর্নীতির বিরুদ্ধে সকলকে সচেতন হতে হবে। দায়িত্বশীল পদে থেকে দুর্নীতি করবেন না। জনগণের হক নষ্ট না করার জন্য অনুরোধ জানান তিনি।

বুধবার (২২ জানুয়ারি) গণশুনানির প্রধান অতিথির বক্তব্যে দুদক কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম এসব কথা বলেন।

জেলা প্রশাসক ড. ফারুক আহমেদের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দুদকের রাজশাহী কার্যালয়ের বিভাগীয় পরিচালক মোরশেদ আলম, জেলার পুলিশ সুপার আবু ইউসুফ প্রমুখ।

ওই গণশুনানি অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা দপ্তর, পল্লী বিদ্যুৎ, ভূমি অফিস, সিভিল সার্জন কার্যালয়, সদর হাসপাতাল ও অন্যান্য সরকা‌রি দপ্ত‌রের বি‌ভিন্ন অভিযোগ নি‌য়ে গণশুনানি হয়।

সিরাজগঞ্জ সদররে শহীদ এম মনসুর আলী মিলনায়তনে অনুষ্ঠিত দুদকের ১৪১ তম গণশুনানিতে ৪৩টি অভিযোগ উপস্থাপন করা হয়। এরমধ্যে দুদকের অনুসন্ধানের জন্য ২টি অভিযোগ গৃহীত হয় এবং তাৎক্ষণিকভাবে ১৩টি অভিযোগ নিষ্পত্তি করা হয়। এছাড়াও সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ২৮টি অভিযোগ নির্দেশনাসহ পাঠানো হয়।

দুদক কমিশনার বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হলে দুর্নীতি রোধ করতে হবে। দুর্নীতির তথ্য পেলে দুদক অভিযোগ কেন্দ্র ১০৬- এ কল করুন। দুদকের প্রতি জনগণের আস্থা বেড়েছে। সেই আস্থার প্রতিদান দিতে দুদক সদা তৎপর রয়েছে।

তিনি গামী প্রজন্মকে সঠিক মূল্যবোধে গড়ে তুলতে চায় দুদক। এজন্য সততা সংঘ ও সততা স্টোর তৈরি করছে মর্মে দুদক কমিশনার তার বক্তব্যে উল্লেখ করেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ৪:৩০ অপরাহ্ণ
  • ৬:২৪ অপরাহ্ণ
  • ৭:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12