দূরবীণ নিউজ প্রতিনিধি:
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সততা, নিষ্ঠা ও দক্ষতার মূল্যায়নে পুরস্কার পেলেন তিন পরিচালকসহ ১৭ কর্মকর্তা। এরমধ্যে ৩জন পরিচালককে মহাপরিচালক (ডিজি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতি প্রাপ্ত ওই তিনজন হলেন- মো. আক্তার হোসেন, সৈয়দ ইকবাল হোসেন ও মীর মো. জয়নুল আবেদীন শিবলী।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুদক সচিব মো. মাহবুব হোসেনের স্বাক্ষরে জারি করা এক প্রজ্ঞাপনে ওই তিন পরিচালককে মহাপরিচালক পদে পদোন্নতির বিষয়টি উল্লেখ করা হয়েছে।
এছাড়া দুদক সচিবের স্বাক্ষরে জারি করা পৃথক আরও দুইট প্রজ্ঞাপনে ৬ জন উপ পরিচালক থেকে পরিচালক এবং ৮ জন সহকারী পরিচালক থেকে উপ পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। অর্থাৎ দুদকের ১৭ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।
পদোন্নতি প্রাপ্ত ৬ জন পরিচালকগণ হলেন ; এস এম সাহিদুর রহমান, মো. লুৎফর রহমান, মির্জা জাহিদুল আলম, মো. ফরিদ আহমেদ পাটোয়ারী, ঋত্বিক সাহা ও মো. মোশাররফ হোসেইন মৃধা।
এবং পদোন্নতি প্রাপ্ত ৮ জন উপ পরিচালকগণ হলেন; মো. শহীদুল আলম সরকার, মো. এ কে এম বজলুর রশীদ, সৈয়দ আতাউল কবীর, মো. শহীদুল ইসলাম মোড়ল, মো. হাফিজুর রহমান, মো. ফজলুল বারী ও এ কে এম ফজলে হোসেন।
দুদকের ৬ কর্মকর্তার শুদ্ধাচার পুরস্কার লাভ :
এদিকে জাতীয় শুদ্ধাচার কৌশল ২০২১-২০২২ বাস্তবায়নের জন্য দুদকের ৬ কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়েছে। পুরস্কারপ্রাপ্তরা হলেন দুদক উপ-পরিচালক মির্জা জাহিদুল আলম, মো. আল আমিন, উপ-সহকারী পরিচালক এস এম নাজিমুদ্দিন, উচ্চমান সহকারী আজিজুর রহমান, অফিস সহায়ক মো. তজমল হোসেন ও মো. বাচ্চু মিয়া।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ পুরস্কার প্রাপ্তদের হাতে চেক ও সনদপত্র তুলে দেন। এসময় দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুরস্কারপ্রাপ্তদের প্রণোদনা হিসেবে সম্মাননাপত্র, সম্মাননা স্মারক ও একমাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ দেওয়া হয়ে থাকে।
দাপ্তরিক কর্মকাণ্ড ও দায়িত্ব পালনের ক্ষেত্রে শুদ্ধাচার চর্চার স্বীকৃতি স্বরূপ এ পুরস্কার দেয় দুদক। # কাশেম