দূরবীণ নিউজ প্রতিবেদক:
বিদেশে অর্থপাচারের অভিযোগ এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক এমডি প্রশান্ত কুমার (পিকে হালদার) হালদারের ঘনিষ্ঠজন ব্যবসায়ী শংখ ব্যাপারীকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (৪ জানুয়ারি) দুপুর ১২টা থেকে সেগুনবাগিচা দুদক কার্যালয়ে শুরু হয় এ জিজ্ঞাসাবাদ।
দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তাকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপ-পরিচালক সালাউদ্দিন। জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।
রিলায়েন্স ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক থাকা অবস্থায় আত্মীয়স্বজনকে দিয়ে ৩৯টি প্রতিষ্ঠান গড়ে তোলেন পিকে হালদার। এসব প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে থাকা ৮৩ জনের ব্যাংক হিসাবের মাধ্যমে কৌশলে সাড়ে ৩ হাজার কোটি টাকা আত্মসাৎ করেন তিনি ও তার সহযোগীরা।
এর মধ্যে ইন্টারন্যাশনাল লিজিং থেকেই ১ হাজার ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে পিকে হালদারের বিরুদ্ধে। সব মিলিয়ে সাড়ে ৩ হাজার কোটি টাকা তিনি আত্মসাৎ করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে একের পর এক সংবাদ প্রকাশিত হয়।
এসব অর্থ নিয়ে তিনি পাড়ি জমান কানাডায়। পরে অক্টোবরে দেশে ফিরতে চান তিনি। কিন্তু হাইকোর্ট নির্দেশ দেন দেশে ফিরলে যেন তাকে বিমানবন্দরে গ্রেফতার করা হয়। দেশের উচ্চ আদালত থেকে পুলিশের মহাপরিদর্শকের প্রতি এমন আদেশ দেয়ার পর তিনি দুবাই থেকে আবারও কানাডায় ফিরে যান।/