দূরবীণ নিউজ প্রতিবেদক:
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম আগামী দুই মাসের মধ্যে পোষ্য কোটায় যোগ্য প্রার্থীদের চাকরি এবং মাষ্টার রোলের স্প্রেম্যানদেরকে স্কেল ভুক্তির বিষয়টি চূড়ান্ত করার নির্দেশনা দিয়েছেন। মেয়র একই সঙ্গে ডিএনসিসির নারী কর্মচারীদের জন্য ‘ডে কেয়ার সেন্টার’ চালু করা, ছোট বাচ্চাদের বেস্টফিটিং কক্ষ বরাদ্দ দেওয়া, কর্মচারীদের প্রাথমিক চিকিৎসার জন্য মেডিকেল সেন্টার চালু করা, কর্মচারীদের পোশাক বরাদ্দ করাসহ ন্যয় সংগত দাবিগুলো বাস্তবায়নে আলোচনার মাধ্যমে প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিবসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
ডিএনসিসি মেয়র বলেছেন, ইতোমধ্যে অভিযোগ উঠেছে ‘কর্মচারীদের পোষ্য কোটায় চাকরি বেচা কেনা শুরু হয়েছে। সাবধান, এ বিষয়ে শতর্ক থাকতে হবে। পোষ্য কোটায় চাকরি প্রার্থীদের বিষয়ে যাচাই বাছাইয়ের চূড়ান্ত করতে হবে। রোববার (২৭ আগস্ট) দুদপুরে ডিএনসিসির নগরভবনে বঙ্গবন্ধুর শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ডিএনসিসির শ্রমিক কর্মচারী লীগ আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র মো. আতিকুল ইসলাম এসব কথা বলেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বলেছেন, ‘একটা কথা মনে রাখতে হবে,জণগনের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন দেওয়া হয়। জনগণের সেবা করার দায়িত্ব পালন করতে গিয়ে উল্টো জনগণকে হয়রানী করা যাবে না।’ তিনি বলেন, ‘আমরা সেবা দিতে এসেছি কিন্তু নেওয়ার জন্য নয়। ডিএনসিসি’র রাজস্ব বিভাগের কার্যক্রম ডিজিটালাইজড করা হয়েছে। হোল্ডিং ট্যাক্স,ট্রেড লাইসেন্সের টাকা এখন আর সরাসরি হাতে নেওয়া হয়না। অনলাইনে আবেদন এবং অনলাইনেই জমা নেওয়া হচ্ছে।’
মেয়র আতিকুল ইসলাম সরকারি প্রধান অতিথির বক্তব্যে কর্মচারীদের সম্পর্কে বঙ্গবন্ধু একটি ঐতিহাসিক বক্তব্য উল্লেখ বলেন,‘ বঙ্গবন্ধু স্বাধীনতার পর সরকারি কর্মচারীদের বলেছিলেন, মনে রেখো জনগণের ট্যাক্সের টাকায় তোমাদের বেতন হয়। সে জনগণকে হয়রানী করবে না, নির্যাতন করবে না। জনগণের সেবা করলে মহান আল্লাহও খুশি হবেন।’
মেয়র বলেন, ‘বঙ্গবন্ধু দিয়েছেন সেনারা বাংলা, তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসনা আজ দেশটা স্মার্ট বাংলাদেশ বানানোর মিশন নিয়ে এগিয়ে যাচ্ছেন। আর সজীব ওয়াজেদ জয় দিয়েছেন ডিজিটাল বাংলাদেশ। ডিএনসিসির সব কার্যক্রম ডিজিটাল করা হচ্ছে। আমরাও ডিএনসিসিকে একটা স্মার্ট নগরীতে পরিনত করতে চাই।’
তিনি বলেন, ‘পরিকল্পিতভাবে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুকে হত্যার করা হয়েছে। এরপর বঙ্গবন্ধুর কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও হত্যা করার জন্য বেশ কয়বার হামলা করা হয়েছে। মনে রাখতে হবে, শেখ হাসিনা মানেই বাংলাদেশের উন্নয়ন। তবে যারা উন্নয়নের বাংলাদেশ চায় না, তারাই শেখ হাসিনাকে হত্যা করতে বার বার হামলা চালাচ্ছে।
ডিএনসিসির শ্রমিক কর্মচারী লীগ সভাপতি বজলুল মোহামইমিন বকুলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহমুদুল হাসন রোকনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, সচিব মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক, জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আলহাজ্জ বরকত খান। এছাড়া অনুষ্ঠানে শ্রমিক কর্মচারীদের ন্যায় সংগত বিভিন্ন দাবি এবং সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন ডিএনসিসির শ্রমিক কর্মচারী লীগের কার্যকরী সভাপতি মো. হারুন মিয়া এবং সহ সভাপতি সাইদুল ইসলাম চৌধুরীসহ নেতৃবৃন্দ। # কাশেম