সর্বশেষঃ
মৃত্যুর আগে ছেলে হত্যার বিচার দেখে যেতে চান আবু সাঈদের বাবা দুদকের চার মামলায় সালমান এফ রহমানকে গ্রেপ্তার আবু সাঈদের মৃত্যু ভিডিও দেখানো হয় ট্রাইব্যুনালে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়; এবার রাষ্ট্র পক্ষের আবেদনের শুনানি ২১ অক্টোবর প্রকৌশল শিক্ষার্থীদের দাবি পর্যালোচনায় ৮ সদস্যের কমিটি গঠন নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন, ঘোষণা আগামীকাল ডাকসু ভিপি প্রার্থী জালাল আহমদ গ্রেপ্তার প্রকৌশল শিক্ষার্থীদের পুলিশের ধাওয়া, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ হাসিনাও এখন তত্ত্বাবধায়ক সরকার চান, ‘ভূতের মুখে রাম নাম’: অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান নির্বাচনকালীন সরকার নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ : প্রধান বিচারপতি
শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন

তথ্যমন্ত্রী: ‘দেশের বাইরের অপপ্রচারকারীদেরও ধরা হবে’

ফাইল ছবি

দূরবীণ নিউজ ডেস্ক:
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন,বি‌দেশে থে‌কে যে সকল ব্যক্তি বি‌ভিন্ন অনলাইন পোর্টালের মাধ্যমে অপপ্রচার চালান, তাদের বিরু‌দ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দেশে বাইরের অপপ্রচারকারীদেরও ধরা হবে।

আজ সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তি‌নি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘এজন্য আমরা সার্ভিস প্রোভাইডারদের সঙ্গে যেমন আলোচনা করছি, একইসঙ্গে সিদ্ধান্ত নিয়েছি, যে সকল ব্যক্তি এই অপপ্রচারগুলো চালান, সেই দেশের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘বিদেশে বসে বিভিন্ন ব্যক্তি বিশেষ নির্দিষ্ট কয়েকটি অনলাইন পোর্টাল ব্যবহার করে মাঝে মধ্যেই নানা অপপ্রচার চালাচ্ছেন। অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করি। এ ক্ষেত্রে দেখা যায়, যারা সার্ভিস প্রোভাইডার তাদের কাছ থেকে যে ধরনের সহযোগিতা পাওয়া প্রয়োজন, সবসময় সেই ধরনের সহযোগিতা পাওয়া যায় না।’

এ সময় উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, ‘কিছু দিন আগে প্রধানমন্ত্রীর বিষয়ে প্রচন্ড আপত্তিকর শব্দ ব্যবহার করে একটি পোর্টাল রিপোর্ট প্রকাশ করে। আমরা তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেটির প্রতিবাদ জানাই। ওই পোর্টালের অফিস ফ্রান্সের প্যারিসে।

ফরাসি আইনজীবীর মাধ্যমে তাদের লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। ফরাসি আইন অনুযায়ী, এমনকি ইউরোপীয় ইউনিয়নের আইন অনুযায়ী, এভাবে ব্যক্তিবিশেষকে কটাক্ষ করে বা টার্গেট করে অহেতুক রিপোর্ট করতে পারে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি, অন্যান্য দেশ থেকেও যারা এ কাজ করছেন, তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হবে।’

সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পর্কে ড. হাছান মাহমুদ বলেন, ‘মূলধারার গণমাধ্যমগুলো সঠিকভাবে কাজ করছে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ-বিদেশ থেকে করোনাকালেও অনেক গুজব রটানো এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। আমাদের মন্ত্রণালয় এই ক্ষেত্রে শৃঙ্খলা আনার জন্য অনলাইন সংবাদ পোর্টাল, আইপি টিভি’র রেজিস্ট্রেশন দেওয়া শুরু করাসহ অনেকগুলো কাজ ইতিমধ্যে করেছে।’#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12