দূরবীণ নিউজ প্রতিবেদক :
আলোচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নির্যাতিত ও ধর্ষিত ছাত্রীর প্রতি সমবেদনা জানিয়েছেন সুপ্রীম কোর্টের আইনজীবীরা। ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে গিয়ে ভিকটিমকে আইনী সহায়তার আশ্বাস দিয়েছেন আইনজীবীরা।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় ঢাবি’র ধর্ষিতা ছাত্রীর প্রতি সমবেদনা জানানোর জন্য সুপ্রীম কোর্টের আইনজীবীরা ঢাকা মেডিকেলে গিয়েছেন। এসময় তারা ভিকটিমকে আইনী সহায়তার আশ্বাস দেন।
তারা বলেন অবৈধ সরকার দেশের নাগরিকদের নিরাপত্তা প্রদানে ব্যর্থ হয়েছে। তারা শুধু ক্ষমতায় টিকে থাকা আর নিজেদের নিরাপত্তা নিয়ে ব্যস্ত। আইনজীবীরা উন্নত প্রযুক্তির মাধ্যমে প্রকৃত অপরাধীকে গ্রেফতারের দাবি করেন।
আইনজীবীদের মধ্যে ছিলেন এড. আবেদ রাজা, ড. রফিকুল ইসলাম মেহেদী, এবিএম রফিকুল হক তালুকদার রাজা, আনিসুর রহমান খান, আইয়ুব আলী আশ্রাফসহ অন্যান্যরা।#