শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন

ঢাকা মহানগরীতে অসচ্ছল আনসার ভিডিপির সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ

দূরবীণ নিউজ প্রতিবেদক :
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা মহানগরীতে টিডিপির (শহর প্রতিরক্ষা বাহিনী) ১৫০০ অসচ্ছল পরিবারের মধ্য খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ বিতরণ করা হয়েছে। টানা ৩ দিন যাবৎ ঢাকা মহানগরীর পাঁচটি থানায় ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা জেলা কমান্ড্যান্ট মো. আফজাল হোসেন।
রোববার (১০ মে) করোনা মহামারীতে আনসার ভিডিপির সদস্যদের মাঝে ত্রাণ বিতরণের এই তথ্য গণমাধ্যমকে জানানো হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল শরীফ কায়কোবাদ , এনডিসি, পিএসসির নির্দেশে দেশের এই ক্লাতিকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাদের নিজস্ব অসচ্ছল সদস্যদের মাঝে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।
গত শূক্রবার থেকে ত্রাণ সামগ্রী বিতরণের কাজ শুরু করে ঢাকা মহানগরীর ১৫০০ পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণের কাজ রোববার সমাপ্ত করেন।
ঢাকা মহানগরীর পাঁচটি থানা কোতয়ালী, লালবাগ, সুত্রাপুর, শাহাবাগ এবং মোহাম্মদপুর প্রতিটি থানায় ৩০০ পরিবারকে ত্রাণ বিতরণ করেন ঢাকা জেলা কমান্ড্যান্ট মো. আফজাল হোসেন। ত্রাণ সামগ্রীর মধ্য রয়েছে চাল, ডাল, তেল, আলু, পিয়াজ, সাবান এবং মাস্ক। এসময় জেলা কমান্ড্যান্ট মোঃ আফজাল হোসেন ছাড়াও আরও উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট (স্পেশাল) মো. শরফুজ্জামান, সহকারী জেলা কমান্ড্যান্ট টিডিপি মো. আশরাফুল হকসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

ত্রাণ বিতরণ কালে জেলা কমান্ড্যান্ট আফজাল হোনেন জানান ঢাকা মহানগরীতে ২০টি থানায় সর্বমোট ৬০০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। আমাদের মহাপরিচালক মহোদয়ের নির্দেশে বাংলাদেশে যেকোন দূর্যোগ মোকাবেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জনগনের পাশে থাকবে বলেও জানান জেলা কমান্ড্যান্ট মোঃ আফজাল হোসেন। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12