বিশেষ প্রতিনিধি :
রাজধানীর বয়াবহ জলাব্ধতা নিরসনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিষ্টার শেখ ফজলেনুর তাপসের নির্দেশনার আলোকে তাদের আওতাধীন ৯টি খালে পরিচালিত বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে বিপুল পরিমান বর্জ্য অপসারণ করা হয়েছে। ৯টি খালে জমে থাকা এসব বর্জ্য অপসারণের ফলে এবার ভারী বর্ষণেও জলাবদ্ধতা হবে না বলেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ বিশেষ অভিযানে গত ৪ দিনে ১ হাজার ৪০৭ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে। গত ২৭ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত ৪ দিনে বিপুল পরিমান বর্জ্য অপসারণ করা হয়েছে। ৪ দিনের এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রথম দিনে ২৬৬.৯৫টন,২য় দিনে ৩৭৯.৩৮টন, ৩য় দিনে ৩৭০.২৫ টন এবং ৪র্থ দিনে প্রায় ৩৯০.৭০ টন বর্জ্য অপসারণ করা হয়েছে।
রোববার (৩০ জুলাই)ঢাকা দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, শেষ দিনের অনেক বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালিত হয়েছে।
গত ২৭ জুলাই থেকে করপোরেশনের আওতাধীন কাজলা খাল, মৃধা বাড়ি খাল, মাতুয়াইল কবরস্থান খাল, শ্যামপুর খালের ২৪ ফুট রাস্তার সম্মুখ প্রান্ত থেকে মোহাম্মদী ব্রিজ পর্যন্ত ও শ্যামপুর খালের ২৪ ফুট রাস্তার সম্মুখ প্রান্ত থেকে বটতলা পর্যন্ত, শাজাহানপুর ঝিল হতে বাসাবো কদমতলা শুকনগর খাল, মান্ডা খালের শুকনগর হতে শাপলা ব্রিজ হয়ে আমিন মোহাম্মদ ব্রিজ পর্যন্ত, স্টাফ কোয়ার্টার হতে ডগাইর সাংবাদিক বাড়ি খাল, জিয়া সরণি খাল এবং সুখনগর-নন্দীপাড়া-ত্রমোহনী (জিরানি) খালে ৪ দিনব্যাপী এই বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়।
৩০ জুলাই এই বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের শেষ দিনেও অনেক বর্জ্য অপসারণ করা হয়েছে। প্রতিদিন গড়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রায় ১ হাজার ১৩০ জন পরিচ্ছন্নকর্মী এই কার্যক্রমে অংশ নেন। # কাশেম