দূরবীণ নিউজ প্রতিবেদক:
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ঈদের তৃতীয় দিনেও ৭৫টি ওয়ার্ডের কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ ও স্থানান্তর সম্পন্ন হয়েছে। তিনদিনে মোট ১৪,৯২১ মেট্রিক টন বর্জ্য অপসারণ ও মাতুয়াইলের ভাগাড়ে স্থানান্তর করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) ডিএনসিসির জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে তথ্য জানানো হয়েছে।
ডিএসসিসি জানায়, ঈদুল আজহার ৩য় দিনে ৭৫টি ওয়ার্ডের কোরবানির পশুর বর্জ্য রাত পৌনে ৯টার মধ্যে মধ্যে শতভাগ অপসারণ করা হয়েছে। এ নিয়ে মোট ১৪,৯২১ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে। সর্বমোট ৪,৬০৬টি ট্রাকের ট্রিপের মাধ্যমে এই বর্জ্য অপসারণ করে মাতুয়াইলের ভাগাড়ে (ল্যান্ডফিলে) স্থানান্তর করা হয়।
উল্লেখ্য, কোরবানির প্রথম দুইদিনে ৩,৩৯১টি ট্রিপের মাধ্যমে ১১,১৯৮ মেট্রিক টন কোরবানির পশুর বর্জ্য অপসারণ হয়। সে হিসাবে ঈদের তৃতীয় দিন ৩,৭২৩ মেট্রিক টন কোরবানির পশুর বর্জ্য অপসারণ ও স্থানান্তর করা হয়।
এর আগে, বর্জ্য স্থানান্তর নিয়ে সন্ধ্যায় নগর ভবনের শীতলক্ষ্যা হলে স্থাপিত কন্ট্রোল রুমের মনিটরিং কার্যক্রম সম্পর্কে হালনাগাদ তথ্যাদির খোঁজ-খবর নেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। # কাশেম