দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা সিটি নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর দেড়টায় রাজধানীর গোপীবাগের রিটার্নিং অফিসার কার্যালয়ে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন।
এরপর গণমাধ্যম কর্মীদের নানা প্রশ্নের জবাবে মেয়র প্রার্থী শেখ ফজলে নুর তাপস বলেন, ঢাকাবাসী যদি তাকে নির্বাচিত করলে আগামী বছর ঢাকাবাসীর জন্য নতুন একটা দিন শুরু হবে। ঢাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত নাগরিক সুবিধা তাদের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে আমার প্রথম ও প্রধান কাজ।
ব্যারিষ্টার তাপস বলেন, আপনারা আমাকে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দিন। আমি আপনাদের কাছে দেয়া প্রতিশ্রুতি পালন করব। আমি আশা করব আপনারা নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। নাগরিক সুবিধাকে নিশ্চিত করতে আমি সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মেয়র পদে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১০ জন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ৮ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। #