দূরবীণ নিউজ প্রেতিবেদক :
নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচিত সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত (মহিলা) ওয়ার্ড কাউন্সিলরদের নামের তালিকা।
শনিবার রাতেই রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম ফলাফল ঘোষণা করেন। বেসরকারিভাবে বিজয়ী ঢাকা উত্তরে সাধারণ ওয়ার্ড এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের নাম প্রকাশ করা হয়।
সাধারণ ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলরা হলেন:
ওয়ার্ড নং-১ আফসার উদ্দিন (আওয়ামী লীগ),
ওয়ার্ড নং-২ মো. সাজ্জাদ হোসেন (বিএনপি),
ওয়ার্ড নং-৩ কাজী জহিরুল ইসলাম (আওয়ামী লীগ),
ওয়ার্ড নং-৪ জামাল মোস্তফা (আওয়ামী লীগ),
ওয়ার্ড নং-৫ আবদুর রউফ (আওয়ামী লীগ),
ওয়ার্ড নং-৬ তাইজুল ইসলাম চৌধুরী,
ওয়ার্ড নং-৭ মো. তোফাজ্জল হোসেন
ওয়ার্ড নং-৮ আবুল কাসেম মোল্লা,
ওয়ার্ড নং-৯ কাজি মুজিব সারোয়ার (আওয়ামী লীগ)
ওয়ার্ড নং-১০ আবু তাহের (আওয়ামী লীগ)
ওয়ার্ড নং-১১ দেওয়ান আবদুল মান্নান (আওয়ামী লীগ)
ওয়ার্ড নং-১২ মুরাদ হোসেন (আওয়ামী লীগ)
ওয়ার্ড নং-১৪ হুমায়ূন রশিদ জনি (স্বতন্ত্র)
ওয়ার্ড নং-১৫ সালেক মোল্লা (আওয়ামী লীগ)
ওয়ার্ড নং-১৬ মতিউর রহমান (আওয়ামী লীগ)
ওয়ার্ড নং-১৮ জাকির হোসেন (আওয়ামী লীগ)
ওয়ার্ড নং-১৯ মফিজুর রহমান (আওয়ামী লীগ)
ওয়ার্ড নং-২০ মো. নাছির (আওয়ামী লীগ)
ওয়ার্ড নং-২১ মাসুম গণি তাপস (আওয়ামী লীগ)
ওয়ার্ড নং-২২ লিয়াকত আলী (আওয়ামী লীগ)
ওয়ার্ড নং-২৩ শাখাওয়াৎ হোসেন (আওয়ামী লীগ)
ওয়ার্ড নং-২৪ শফিউল্লাহ শফি (আওয়ামী লীগ)
ওয়ার্ড নং-২৫ আবদুল্লাহ আল মঞ্জুর (আওয়ামী লীগ)
ওয়ার্ড নং-২৬ শামিম হাসান
ওয়ার্ড নং-২৭ ফরিদুর রহমান খান
ওয়ার্ড নং-২৮ মো. ফোরকান হোসেন (আওয়ামী লীগ)
ওয়ার্ড নং-২৯ সলিমুল্লাহ সলু (স্বতন্ত্র)
ওয়ার্ড নং-৩০ আবুল কাশেম (আওয়ামী লীগ)
ওয়ার্ড নং-৩১ শফিকুল ইসলাম সেন্টু (জাতীয় পার্টি)
ওয়ার্ড নং-৩২ সৈয়দ হাসান নূর ইসলাম রাস্টন (আওয়ামী লীগ)
ওয়ার্ড নং-৩৩ আসিফ আহমেদ (আওয়ামী লীগ)
ওয়ার্ড নং-৩৪ শেখ মোহাম্মদ হোসেন
ওয়ার্ড নং-৩৫ মোক্তার সরদার (আওয়ামী লীগ)
ওয়ার্ড নং-৩৬ তৈমুর রেজা খোকন (আওয়ামী লীগ)
ওয়ার্ড নং-৩৭ জাহাঙ্গীর আলম (আওয়ামী লীগ)
ওয়ার্ড নং-৩৮ শেখ সেলিম (আওয়ামী লীগ)
ওয়ার্ড নং-৩৯ শফিকুল ইসলাম (আওয়ামী লীগ)
ওয়ার্ড নং-৪০ নজরুল ইসলাম ঢালী (আওয়ামী লীগ)
ওয়ার্ড নং-৪১ ডা. মতিন (স্বতন্ত্র)
ওয়ার্ড নং-৪২ আইয়ুব আনসার মিন্টু (স্বতন্ত্র)
ওয়ার্ড নং-৪৩ শফিকুল ইসলাম ভূইয়া
ওয়ার্ড নং-৪৪ মো. শফিকুল শফিক (আওয়ামী লীগ)
ওয়ার্ড নং-৪৫ জয়নাল আবদীন (আওয়ামী লীগ)
ওয়ার্ড নং-৪৬ মো. জসহেদুল ইসলাম মোল্লা (বিদ্রোহী-আওয়ামী লীগ)
ওয়ার্ড নং-৪৭ মোতালেব মিয়া
ওয়ার্ড নং-৪৮ মো. আলী আকবর
ওয়ার্ড নং-৪৯ আনিসুর রহমান নাইম (স্বতন্ত্র)
ওয়ার্ড নং-৫০ ডি এম শামীম (আওয়ামী লীগ)
ওয়ার্ড নং-৫১ মো. শরীফুর রহমান
ওয়ার্ড নং-৫২ ফরিদ আহমেদ (আওয়ামী লীগ)
ওয়ার্ড নং-৫৩ নাসির উদ্দিন (আওয়ামী লীগ)
ওয়ার্ড নং-৫৪ জাহাঙ্গীর হোসেন যুবরাজ (আওয়ামী লীগ)
সংরক্ষিত মহিলা কাউন্সিলরা হলেন :
২ নম্বর ওয়ার্ডে শিখা চক্রবর্তী
৩ নম্বর ওয়ার্ডে বেগম মেহেরুন্নেসা হক
৪ নম্বর ওয়ার্ডে শিখা চক্রবর্তী
৫ নম্বর ওয়ার্ডে রাজিয়া সুলতানা
৮ নম্বর ওয়ার্ডে মিতু আক্তার
৯ নম্বর ওয়ার্ডে নাজমুনন্নাহার হেলেন
১০ নম্বর ওয়ার্ডে হামিদা আক্তার
১১ নম্বর ওয়ার্ডে শাহীন আক্তার সাথী
১২ নম্বর ওয়ার্ডে রোকসানা আনোয়ার
১৪ নম্বর ওয়ার্ডে কামরুন ন্নাহার
১৫ নম্বর ওয়ার্ডে সেলিনা আক্তার
১৬ নম্বর ওয়ার্ডে ইলোরা পারভিন
১৭ নম্বর ওয়ার্ডে জাকিয়া #