দূরবীণ নিউজ প্রতিবেদক:
শান্তিতে নোবেল বিজয়ী ও অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সমন জারি করেছেন শ্রম আদালতের বিচারক। গ্রামীণ টেলিকমের ১৮জন শ্রমিকের মুনাফার টাকা না দিয়ে বিদেশে পাচারের অভিযোগে দায়ের করা মামলায় বিচারিক আদালত এ সমন জারি কনে। সোমবার (২৮ আগস্ট) গ্রামীণ টেলিকমের ১৮ জন শ্রমিকের পাওনা মুনাফার চেয়ে ঢাকার তৃতীয় শ্রম আদালতে এ মামলাটি দায়ের করেন।
পরে ওই আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা মামলাটি শুনানি শেষে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সমন জারি করেন। আগামী ১৬ অক্টোবরের মধ্যে শ্রমিকদের করা এ মামলায় সমনের জবাব দিতে বলা হয়েছে।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন অভিযুক্ত ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী ব্যারিষ্টার আবদুল্লাহ-আল-মামুন। তিনি বলেন, ২০০৬ সালের আগে যারা কর্মে নিয়োজিত ছিলেন, তাদের মধ্যে ১৮ জন আজ শ্রম আদালতে মামলা করেছেন। আদালত সমন দিয়েছেন। বিষয়টি আইনগতভাবে মোকাবিলা করা হবে। এর আগে, শ্রম আইন লঙ্ঘনের আরেক মামলায় ড. ইউনূসের বিচার শুরু হয়েছে।# কাশেম