সর্বশেষঃ
এ সপ্তাহেই নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ: ইসি সচিব আখতার আহমেদ মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ৫ দিনের রিমান্ডে  ঝিনাইদহ জেলা আওয়ামী নেতা সাবেক এমপি অপু গ্রেপ্তার আলোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম সিলেটের নতুন জেলা প্রশাসক `নির্বাচন নিয়ে শঙ্কাকারীরা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়’  পাবনায় হাজার হাজার বিঘা ফসলি জমি বন্যার পানিতে নষ্ট হয়েছে ময়মনসিংহের মোতালেব ৩০ লাখ টাকার চেয়ার দিচ্ছেন তারেককে ৯৮ বাংলাদেশিকে মালয়েশিয়ায় ঢুকতে বাধা দিয়েছে এখনো ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে: নুর সংস্কার,ফ্যাসিস্টদের বিচার ও পিআরে নির্বাচনের পক্ষে জনগণ : গোলাম পরওয়ার
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৮:১০ অপরাহ্ন

ডিসেম্বরের মধ্যে নতুন ১৮ ওয়ার্ডের রাস্তা-ঘাট উন্নয়ন শেষ করার নির্দেশ মেয়র আতিকের

দূরবীণ নিউজ প্রতিবেদক:
আগামী ডিসেম্বর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাথে নতুন ভাবে সংযুক্ত ১৮টি ওয়ার্ডএলাকায় ৪১ কিলোমিটার রাস্তা ও ড্রেনেজ নির্মানের কাজ শেষকরার নির্দেশনা দিয়েছেন মেয়র মো.আতিকুল ইসলাম। তিনি সংশ্লিষ্টদেরকে চলমান উন্নয়ন কার্যক্রম দ্রুত শেষ করে রাস্তা-ঘাট জনসাধারণের জন্য খুলে দেওয়ার নির্দেশদেন।

সোমবার (১৬ অক্টোবর) ৪৪—৪৭ নম্বর ওয়ার্ডের উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে উত্তরখানের বালুর মাঠে আয়োজিত এক সভায় তিনি এই নির্দেশ প্রদান করেন। অবশ্য ডিসেম্বর মধ্যে নতুন এলাকায় ৪১ কিলোমিটার রাস্তা ও ড্রেনেজ নির্মানের কাজ শেষ করার কথা রয়েছে।

ওয়ার্ড নম্বর ৪৫ এর কাউন্সিলর জয়নাল আবেদিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য হাবীব হাসান, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা। প্রকল্পের সার্বিক অগ্রগতির বিষয়টি উপস্থাপন করেন, প্রকল্প বাস্তবায়নের কাজে নিয়োজিত মেজর সৌমিক ইসলাম।

মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ঢাকার এই ওয়ার্ডগুলি অবহেলিত ছিল। বর্তমান সরকার সিটি কর্পোরেশনের ওয়ার্ডের মর্যাদা দিয়েছে। আমরা বসে নেই, কাজ শুরু করে দিয়েছি।’

বৃষ্টি হলেই এই এলাকাগুলোতে পানি উঠে যায় উল্লেখ করে তিনি বলেন, ‘দ্রুত কাজ শেষ করতে না পারলে জনভোগান্তি দীর্ঘায়িত হবে। সবাই যার যার মতো ডোবা, নালা নিচু জমি জলাশয় ভরাট করে বিল্ডিং করে ফেলছে। পানি নামার সুযোগ নেই। ফলে ভোগান্তি চলছেই।’

তিনি বলেন, ‘এই এলাকার মূল রাস্তাটির প্রশস্ত হবে ৭২ ফিট। বিভিন্ন গলির রাস্তা হবে কমপক্ষে ২০ ফিট। ফলে রাস্তার ধারে অবৈধ দখলদারদের সরে যেতে হবে। জনগণের জায়গা জনগণকে ফেরত দিতে হবে।’

এ সময় তিনি জনস্বার্থে কারো ব্যক্তি মালিকানাধীন কোনো জায়গা থাকলে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। পরে তিনি যারা রাস্তার জন্য স্বেচ্ছায় জায়গা ছেড়ে দিয়েছেন তাদের ফুল দিয়ে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।

বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগকৃত ২৪ ব্রিগেড ইঞ্জিনিয়ারিং কোর দক্ষতার সাথে কাজ করছে উল্লেখ করে তিনি আরো বলেন, ‘ইতিমধ্যে তারা বেশ কিছু রাস্তা করে ফেলেছে। ড্রেনেজের জন্য ভূগর্ভে ৬ ফিট ডায়ার রিং বসানো হচ্ছে। জলাবদ্ধতা আর থাকবে না।’ গৃহিত প্রকল্প বাস্তবায়ন হলে এই এলাকার জীবন মানের সার্বিক উন্নয়ন ঘটবে বলে তিনি জানান।

সভা শেষে পরে তিনি ৪৭ নম্বর ওয়ার্ডে ড্রেন স্থাপনের কার্যক্রমের অগ্রগতি পরিদর্শনে যান। এ সময় খাল ও রাস্তার জায়গা দখল করে অবৈধভাবে বানানো ৪টি বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ফেলার নির্দেশ দেন। ডিএনসিসির অঞ্চল ৮ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বাকীর উপস্থিতে সেগুলো ভেঙে ফেলা হয়। #কাশেম

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12