বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:৪৯ পূর্বাহ্ন

ডিএসসিসিতে ৩০ হাজার মানুষের মাঝে কম্বল বিতরণের ঘোষণা মেয়র তাপসের

দূরবীণ নিউজ প্রতিবেদক:
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি ইউনিট মানব সেবার ব্রত নিয়ে মানবতার প্রয়োজনে মানবতার তরে অসহায় শীতার্ত মানুষের পাশে থাকবে।

বৃহস্পতিবার ( ২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর খিঁলগাও জোড়পুকুর মাঠে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি ইউনিটের আয়োজনে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে ডিএসসিসি মেয়র এই কথা বলেন। তিনি বর্তমানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি ইউনিটের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।

 

তিনি অনুষ্ঠানে ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে ৩০ হাজার শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণের ঘোষণা দেন। তিনি বলেন, প্রকৃত শীতার্ত মানুষে উপকারের জন্যই কাউন্সিলরদের মাধ্যমে এই কম্বল বিতরণ করা হচ্ছে।

অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি ইউনিটের পক্ষ হতে এক হাজার এবং ডিএসসিসির পক্ষ হতে ৩০০ কম্বলসহ মোট ১ হাজার ৩০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

ডিএসসিসি মেয়ের ব্যারিস্টার শেখ তাপস বলেন, মানবতাবাদী এবং মানবদরদি মানুষের সহযোগিতায় রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যক্রম পরিচালনা করে থাকে। আর্তমানবতার সেবায় এগিয়ে আসা মহৎ প্রাণ ব্যক্তিবর্গের আন্তরিক সহযোগিতা ও অনুুুপ্রেরণা সাথে নিয়েই রেড ক্রিসেন্ট সোসাইটি মানবতার প্রয়োজনে মানবতার তরে হাত বাড়িয়ে দেয়। তাই, দুর্গত ও শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি ইউনিটের কার্যক্রমের পরিধি বাড়াতে সকলের সহযোগিতা আহবান জানিয়েছেন।তিনি বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মানবতার সঙ্কটে, জাতীয় দুর্যোগে সবসময় দুর্গত মানুষের পাশে থেকেছে।

আগামী দিনে আরও বৃহৎ পরিসরে রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি ইউনিট শীতার্ত মানুষের প্রতি সহানুভূতি ও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই। সেজন্য সমাজের বিত্তশালী মানুষদের এগিয়ে আসার আহবান জানাই।

এ সময় অন্যান্যের মধ্যে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি ইউনিটের সাধারণ সম্পাদক লায়ন শরিফ খান, ডিএসসিসির প্রধান প্রকৌশলী রেজাউর রহমান, ১নং ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুল আলম মাহবুবসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ ডিএসসিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। /

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ৪:৩১ অপরাহ্ণ
  • ৬:২৮ অপরাহ্ণ
  • ৭:৪৭ অপরাহ্ণ
  • ৫:২৮ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12