দূরবীণ নিউজ প্রতিবেদক :
বাংলাদেশ প্রাকৃতিক দূর্যোগ প্রবন দেশগুলোর মধ্যে অন্যতম। ভূমিকম্প,জলোশ্বাস, বন্যা, খরা, অগ্নিকান্ড ও আরো নানা করেণে মাঝেমধ্যে বড় বড় ভবন ধসে পড়ার ঘটনা ঘটে। এরমধ্যে প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানুষের কারণেও রাজধানী ঢাকাসহ বিভাগীয় এবং জেলা শহরে অপরিকল্পিতভাবে গড়ে উঠা শিল্প- কারখানা, বড় বড় ভবনগুলো সংশ্লিষ্ট এলাকার নাগরিকদের যানমালে নিরাপত্ত্বার ঝুঁকি ক্রমেই বাড়ছে। আর এসব বিষয় নিয়ে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাহসী সাংবাদিকদের (রিপোর্টার) গঠিত সংগঠন ’ডিজাস্টার ম্যানেজমেন্ট রিপোর্টার্স ফোরাম (ডিএমআরএফ)’।
শনিবার (২৫ নভেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচার একটি হোটেলে আয়োজিত সভায় ডিএমআরএফ’র দুই বছর মেয়াদে নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আজকালের খবরের জ্যেষ্ঠ প্রতিবেদক ইসমাঈল হুসাইন ইমু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সকালের সময়ের জ্যেষ্ঠ প্রতিবেদক আব্দুল লতিফ রানা।
এ ছাড়া সহ সভাপতি নির্বাচিত হয়েছেন ইউএনবির জ্যেষ্ঠ প্রতিবেদক লায়ন মুহ. জাহাঙ্গীর আলম ও আমাদের সময়ের জ্যেষ্ঠ প্রতিবেদক গোলাম সাত্তার রনি। যুগ্ম সম্পাদক হয়েছেন দৈনিক জনতার আবু জাফর, অর্থ সম্পাদক নয়াদিগন্তের জিলানী মিল্টন, সাংগঠনিক সম্পাদক আজকালের খবরের সাইফুল ইসলাম মন্টু, দফতর সম্পাদক একুশে সংবাদের আমিনুল হক ভুইয়া, প্রশিক্ষণ ও ক্রীড়া সম্পাদক বিডিনিউজের কামাল হোসেন তালুকদার।
কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন ইত্তেফাকের জামিউল আহসান সিপু, সংগ্রামের তোফাজ্জল হোসেন কামাল, চ্যানেল টুয়েন্টিফোরের শাহরিয়ার আরিফ ও বাংলাদেশ প্রতিদিনের আলী আজম।
বাংলাদেশ ক্র্ইাম রিপোর্টার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি ইসারফ হোসেন ইসা নতুন এই কমিটি ঘোষণা করেন। এসময় ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান, সারোয়র আলম ও ক্রাব সদস্য ও ডিএমআরএফ’র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী দু’বছরের জন্য এই কমিটি নির্বাচিত হলো।
# কাশেম