দূরবীন নিউজ প্রতিবেদক:
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান ওরফে পাগলা মিজান এবং ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব এর বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগে পৃথক দুইটি দাযের করেছে দুদক।
বুধবার (৬ নভেম্বর) দুদকের পক্ষ থেকে এই দায়েরের বিষয়টি জানিয়েছেন দুদক জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।
তিনি আরো জানান, মামলায় পাগলা মিজান বিরুদ্ধে ৩০ কোটি ১৬ লাখ ৮৭ হাজার টাকা জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
দুদকের মামলার অভিযোগের সংক্ষিপ্ত বিবরণ : কাউন্সিলর হাবিবুর রহমান ওরফে পাগলা মিজানের অসৎ উদ্দেশ্যে নিজ ক্ষমতার অপব্যবহারর্পূবক বিভিন্ন অবৈধ ব্যবসা ও অবৈধ কার্যক্রমের মাধ্যমে স্থাবর ও অস্থাবর ৩০ কোটি ১৬ লাখ ৮৭ হাজার ৩৩১ টাকার সম্পদ অর্জন করেছেন।
আসামির বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৭(১) ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেছেন দুদকের উপ পরিচালক মো: গুলশান আনোয়ার প্রধান।
অপরদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব এর বিরুদ্ধে ২৬ কোটি ১৬ লাখ ৩৫ হাজার টাকার জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুদক ।
অভিযোগের সংক্ষিপ্ত বিবরণ : আসামি অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহারপূর্বক বিভিন্ন অবৈধ ব্যবসা ও অবৈধ কার্যক্রমের মাধ্যমে ২৬ কোটি ১৬ লাখ ৩৫ হাজার ৯০৫ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। দুদক আইন ২০০৪ এর ২৭(১) এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। #