দূরবীণ নিউজ প্রতিবেদক :
করোনা ভাইরাস সংক্রমন রোধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকার বিভিন্ন সড়ক, প্রতিষ্ঠানের সামনে, উন্মুক্ত স্থানে ওয়াটার বাউজারের সাহায্যে তরল জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।
সোমবার (২৩ মার্চ) উন্মুক্ত স্থানে ওয়াটার বাউজারের সাহায্যে তরল জীবাণুনাশক স্প্রে করার কাজে ৩টি ওয়াটার বাউজার এ কাজে ব্যবহার করা হয়।
মোট ৫০ হাজার লিটার তরল জীবাণুনাশক ডিএনসিসির প্রায় ৭ লাখ ৫০ হাজার বর্গফুট এলাকায় স্প্রে করা হয়। এলাকাগুলো হচ্ছে কারওয়ান বাজার, মিরপুর টোলারবাগ, কুয়েত-মৈত্রী হাসপাতাল, সোহরাওয়ার্দি হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, শিশু হাসপাতাল হৃদরোগ হাসপাতাল এবং সংলগ্ন স্থান।
পাশাপাশি প্রতিটি ওয়ার্ডের অলি-গলিতে হ্যান্ড স্প্রে মেশিনের সাহায্যে তরল জীবাণুনাশক স্প্রে করা অব্যাহত রয়েছে। এছাড়া মোহাম্মদপুর ৩১ নম্বর ওয়ার্ডে ১৬টি স্থানে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এএসএম মামুন গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি আরো জানান, করোনা ভাইরাস সংক্রমণ রোধে ডিএনসিসি মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ১১টা হতে ৩টি ওয়াটার বাউজার গাড়ীতে করে ডিএনসিসির বিভিন্ন এলাকায় জীবাণুনাশক স্প্রে কার্যক্রম পরিচালনা করবে।
স্প্রে কার্যক্রম শুরু করার স্থানঃ
রুট ১। মিরপুর শাহ আলী মাজার — মিরপুর-১ — বাংলা কলেজ — টেকনিক্যাল মোড়
রুট ২। মিরপুর-২ মডেল থানা — সনি সিনেমা হল — মিরপুর-১ — শাহ আলী মাজার – গাবতলী ।
একই সাথে ডিএনসিসির সহকারী প্রকৌশলী ফজলে রাব্বীর সাথেও এই নম্বরে – ০১৭২৪-২৪৬৮২৩, প্রয়োজনে যোগাযোগের অনুরোধ করা রয়েছে। # কাশেম