দূরবীণ নিউজ ডেস্ক :
রাজধানীর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬ উইকেটে ১৪১ রান করেছে বাংলাদেশ। আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ। নিউজিল্যান্ডকে ১৪২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। আগের ম্যাচে ৬০ রানে গুটিয়ে যাওয়া নিউজিল্যান্ড এমন টার্গেট ছুঁতে পারবে তো?
আজ নাঈমকে সাথে করে দলকে শতরান পার করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ফিফটির স্বপ্ন দেখছিলেন নাঈম। কিন্তু পারেননি তিনি। দলীয় ১০৬ রানে রবীন্দ্রকে ছক্কা হাকাতে গিয়ে লং অনে ক্যাচ দেন। তা সহজেই লুফে নেন ব্লান্ডেল। ৩৯ বলে তিন চারে ৩৯ রান করে সাজঘরে ফেরেন নাঈম।
দ্রুত রান তুলতে গিয়ে আউট হন আফিফ হোসেনও। চার-ছক্কা হাঁকানোর আগেই প্যাটেলের বলে ক্যাচ দেন গ্রান্ডহোমের হাতে। তিন বলে তিন রান সম্বল আফিফের।
ইনিংসের বাকি সময়টা কাটিয়ে দেন মাহমুদউল্লাহ ও নুরুল হোসান সোহান। মাহমুদউল্লাহ অপরাজিত থাকলেও ছক্কার চেষ্টায় ইনিংসের শেষ বলে আউট হন সোহান। ৯ বলে এক চারে ১৩ রান করেন সোহান। ৩২ বলে ৫ চারে ৩৭ রানের দারুণ ইনিংস খেলে অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ রিয়াদ।
নিউজিল্যান্ডের হয়ে তিনটি উইকেট নেন রাচিন রবীন্দ্র। একটি করে উইকেট পান প্যাটেল, ম্যাককঞ্চি ও বেনেট।#