দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে ভোটের তথ্য সংগ্রহ করতে গিয়ে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) দুই সদস্য জিনেস স্ট্যান্ডার্ডের নুরুল আমিন জাহাঙ্গীর ও সারাবাংলা ডটনেটের সিনিয়র করেসপন্ডেন্ট উজ্জল জিসানসহ তিন সাংবাদিক অবরুদ্ধ ও শারীরিকভাবে হেনস্তার শিকার হয়েছেন। অন্য সাংবাদিক হলেন- বাংলাদেশ প্রতিদিনের মাহবুব মমতাজী।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ক্র্যাব কার্যনির্বাহী কমিটি। দ্রুত দোষিদের গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।
শনিবার বেলা পৌণে ১১ টার দিকে গেন্ডারিয়ার ফরিদাবাদে ৪৬ নম্বর ওয়ার্ডের জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ মাদ্রাসা ভোটকেন্দ্রে তথ্য সংগ্রহে যান জাহাঙ্গীর ও মমতাজী। ভোট কেন্দ্রের তথ্য নিয়ে বের হয়ে আসার সময় তাদের পথ আটকান গেন্ডারিয়া থানা ছাত্রলীগের সাবেক সভাপতি রিয়াদ।
জামার কলার ধরে টানাহেঁচড়া ও ইসির দেয়া ভোট পরিদর্শন কার্ড ছিঁড়ে ফেলার চেষ্টা করেন। এসময় তাদের কাছে থাকা নোটবই ছিঁড়ে ফেলা হয় এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভোটকেন্দ্রের একটি কক্ষে অবরুদ্ধ করে রাখে। ঘটনার সময় পুলিশ ও প্রিজাইডিং অফিসারের সহায়তা চাওয়া হলে তারাও অপরাগতা প্রকাশ করেন। প্রায় একঘণ্টা অবরুদ্ধ রেখে মোবাইল ফোনের যাবতীয় তথ্য ও ছবি মুছে ফেলা হয়। এরপর ওই ভোটকেন্দ্র থেকে বের হতে পারেন দুই সাংবাদিক।
এছাড়া শ্যামপুর উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রে তথ্য সংগ্রহের জন্য গেলে গেটের সামনেই আটকে দেয়া হয় অনলাইন নিউজ পোর্টাল সারাবাংলা ডটনেটের সিনিয়র করেসপন্ডেন্ট উজ্জল জিসানকে। এ সময় পুলিশের সামনেই তিন কিশোর তার মোবাইল ফোনটি ছিনিয়ে নেন এবং লাঞ্ছিত করেন। পরবর্তীতে এলাকা ছেড়ে যাওয়ার শর্তে তার মোবাইল ফোনটি ফেরত দেয়া হয়।
ক্র্যাব সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু এক বিবৃতিতে এ ঘটনাকে অত্যন্ত ন্যাক্কারজনক উল্লেখ করে এর সঙ্গে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
বিবৃতিতে তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে গণমাধ্যমকর্মীদের অবরুদ্ধ ও শারীরিকভাবে হেনস্তা সাংবাদিক সমাজকে আতঙ্কিত করে।
সাংবাদিকরা দেশ ও জনগনের কল্যাণে কাজ করে থাকেন। কিন্তু বিভিন্ন সময় তাদেরকে নানাভাবে হয়রানি-নির্যাতন ও হত্যাকান্ডের শিকার হতে হয়। যেটা পেশাদার সাংবাদিকদের জন্য হুমকিস্বরূপ। এর অবসান হওয়া জরুরি এবং এক্ষেত্রে রাষ্ট্র ও সরকারকে দায়িত্ব নিয়ে এগিয়ে আসা উচিত। # প্রেস বিজ্ঞপ্তি।