দূরবীণ নিউজ প্রতিবেদক :
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ দেশের প্রথিতযশা প্রকৌশলী, জাতীয় অধ্যাপক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা জামিলুর রেজা চৌধুরীর মৃত্যতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
মঙ্গলবার ভোর ৪ টায় বাংলাদেশের খ্যাতনামা প্রকৌশলী, গবেষক, শিক্ষাবিদ, বিজ্ঞানী, তথ্য-প্রযুক্তিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
এদিকে মঙ্গলবার (২৮ এপ্রিল) দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্যের পাঠানো গণমাধ্যমে এক শোকবার্তায় এই বিষয়টি উল্লেখ করা হয়েছে।
শোকবার্তায় দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, দেশের দুর্নীতি প্রতিরোধ আন্দোলনে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী দুদকের পাশে এসে দাঁড়িয়েছেন বার বার। তিনি দুর্নীতি প্রতিরোধে যেসব পরার্শ দিতেন দুদকের কর্মকৌশলে তার প্রতিফলন ঘটতো।
জামিলুর রেজা চৌধুরী একাধারে ছিলেন স্বনামখ্যাত প্রকৌশলী, শিক্ষক, পরামর্শক অন্যদিকে ছিলেন উচ্চ নৈতিকতা-সম্পন্ন অনুসরণযোগ্য এক অনন্য সাধারণ ব্যক্তিত্ব। তাঁর বহুমুখী প্রতিভা দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মপ্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা রেখেছে। তাঁর মৃত্যতে দুদক একজন অভিভাকসুলভ ব্যক্তিত্বকে হারাল।
শোকবার্তায় দুদক চেয়ারম্যান আরো বলেন, এই মৃত্যূতে তাঁর পরিবারের অপূরণীয় ক্ষতি হয়েছে। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি দুদক চেয়ারম্যান গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মহান আল্লাহর অশেষ রহমতে পরিবারের সদস্যগণ এই গভীর শোক ও বেদনা কাটিয়ে উঠবেন মর্মে তিনি মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন। # কাশেম