নিজস্ব প্রতিবেদক:
প্রতিবারের ন্যায় এবারও জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতিসহ ভিভিআইপিরা অংশ নেবেন বলেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ঢাকাবাসীও স্বতঃস্ফূর্তভাবে ঈদের প্রধান জামাতে অংশ নিয়ে থাকেন। তাই এই আয়োজন নির্বিঘ্ন করার লক্ষ্যেই এই সমন্বয় সভার আয়োজন করা হয়েছে। এই সভায় মেয়র নানা উদ্যোগের বিষয়টি নিয়ে আলোচনা করেন।
সোমবার (১৭ এপ্রিল) দুপুরে নগর ভবনের বুড়িগঙ্গা হলে জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ-উল ফিতরের প্রধান ঈদ জামাত নির্বিঘœ করার বিষয়টি সামনে রেখেই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আর এই সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা ও দপ্তর থেকে অংশগ্রহণকারী ব্যক্তিরা তাদের মতামত উপস্থাপন করেন এবং একটি সুশৃঙ্খল, সুন্দর ও সাবলীল ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার বিষয়ে আশা প্রকাশ করেন। সভায় জানানো হয়, সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে এবারের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। সভায় এসএসএফের প্রতিনিধি নিরাপত্তা সংক্রান্ত খুঁটিনাটি বিষয় উপস্থাপন করেন।
সমন্বয় সভায় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মাহমুদুর রহমান হাবিব, ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জহিরুল ইসলাম, অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী মেরীনা নাজনীন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার হাসান মো. আরিফুর রহমান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মো. সাখাওয়াৎ হোসেন, ডিএমপির রমনার জোনের ডিসি মো. শহিদুল্লাহ, ইসলামিক ফাউণ্ডেশনের পরিচালক মো. আনিছুর রহমান সরকার, র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসানসহ ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, ডিপিডিসি, ঢাকা ওয়াসা, ঢাকা জেলার সিভিল সার্জন, ঢাকা জেলা প্রশাসন, এসবি, বিটিসিএল, গণযোগাযোগ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
# কাশেম