ডেস্ক রিপোর্ট
বহুল প্রত্যাশিত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি ও জিএস পদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি ইব্রাহিম রনি ও জিএস সাঈদ বিন হাবিব বিজয়ী হয়েছেন। কবে এজিএস পদে জাতীয়তাবাদী ছাত্রদের সমর্থিত প্যানেলে আইয়ুবুর রহমান তৌফিক।বিজয়ী হয়েছেন। গতকাল বুধবার (১৫ অক্টোবর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এই নির্বাচনে ভোট গ্রহণ করা হয়।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালযয়ের বিবিএ অডিটোরিয়াম প্রধান নির্বাচন কমিশনার এই ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী ইব্রাহিম ৬৫৯৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ৩৭৮২ ভোট। জিএস পদে বিজয়ী সাঈদের ভোটসংখ্যা ৬৬১৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের মো. শাফায়েত হোসেন পেয়েছেন ২২৭২ ভোট।
এজিএস পদে জয় পাওয়া ছাত্রদল-সমর্থিত প্যানেলের আইয়ুবুর পেয়েছেন ৫৭৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবিরের সাজ্জাত হোসেন মুন্নার ভোটসংখ্যা ৪৩৮৪ ভোট।
ভিপি ইব্রাহিম রনি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ সেশনের ইতিহাস বিভাগ শিক্ষার্থী, জিএস সাঈদ বিন হাবিব ২০১৯-২০ সেশনের ইতিহাস বিভাগ শিক্ষার্থী অপরদিকে, এজিএস আইয়ুবুর রহমাব তৌফিক ২১-২২ সেশনের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ বিভাগের শিক্ষার্থী।
এই ফলাফলের মাধ্যমে দীর্ঘ তিন যুগ পর চাকসুর ভিপি হচ্ছেন, শিবির সমর্থিত প্যানেলের ইব্রাহিম হোসেন রনি এবং জিএস হচ্ছেন সাঈদ বিন হাবীব। অন্যদিকে এজিএস হচ্ছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক।
নির্বাচনে ছাত্রদল, ছাত্রশিবিরসহ ১৩টি প্যানেল থেকে ৯০৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ২৬টি পদে ৪১৫ জন এবং হল সংসদে ১৪টি পদে ৪৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ২৭ হাজার ৫১৬ জন। এরমধ্যে পুরুষ ১৬ হাজার ৮৪ জন এবং মোট নারী ভোটার ১১ হাজার ৩২৯ জন।
#