দূরবীণ নিউজ প্রতিবেদক :
চাঁদপুর সদরে বাখরাবাদ গ্যাসের কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে অবৈধ গ্যাস লাইন ব্যবহার করে সরকারের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ অভিযান চালিয়েছে দুদক।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুদকের কুমিল্লা সমন্বিত জেলা কার্যালযয়ে ১০৬ এ আগত অভিযোগের প্রেক্ষিতে
দুদক সহকারী পরিচালক আক্তারুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। দুদক টিম চাঁদপুর সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে অবৈধ গ্যাস লাইনের সন্ধান পায়। এ পর্যন্ত প্রায় ৫০ টির অধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং আরো সংযোগ বিচ্ছিন্ন প্রক্রিয়া চলমান রয়েছে ।
গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ বিভাগ। তারা এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, এসব অবৈধ সংযোগ প্রদানের পেছনে বাখরাবাদ গ্যাস অফিসের কর্মকর্তা-কর্মচারীরা জড়িত রয়েছে মর্মে দুদক টিম এর নিকট প্রতীয়মান হয়। এ ব্যাপারে বিস্তারিত অনুসন্ধানের অনুমতি চেয়ে কমিশনের নিকট প্রতিবেদন উপস্থাপন করবে দুদক টিম।
দালালদের সাথে যোগসাজশ করে জমির নামজারিসহ বিভিন্ন কাজে আগত সেবা গ্রহীতাদের নিকট হতে উৎকোচ গ্রহণের অভিযোগে দুদক জেলা কার্যালয় যশোর হতে লোহাগাড়া ইউনিয়ন ভূমি অফিস, নড়াইল-এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় বেশ কয়েকজন সেবা গ্রহীতা দুদক টিমের নিকট তাদের বিভিন্ন সমস্যা সম্পর্কে জানালে দুদক টিম কর্তৃপক্ষকে সাথে সমস্যাগুলো দ্রুত সমাধানের নির্দেশ দেয়। এছাড়া, অফিসে দালালদের উৎপাত বন্ধ করে গ্রাহক সেবার মান বৃদ্ধি করে আরও দায়িত্বশীলতার সাথে কাজ সম্পাদনের নির্দেশনা দেয়।
দুদক আরো জানায়, এদিকে স্থানীয় প্রভাবশালী ব্যাক্তিদের বিরুদ্ধে রাজউকের কর্মকর্তাদের যোগসাজশে অন্যের জমিতে অনুমোদনহীন নক্সা বর্হিভূত ভবন নির্মাণ অভিযোগে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা; রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে টাকা গণনার মেশিন ক্রয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহী থেকে আরও ০২ টি অভিযোন পরিচালনা করে দুদক।
দুদক এনফোর্সমেন্ট ইউনিটে আগত বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক প্রতিবেদনের মাধ্যমে কমিশনকে অবহিত করার নিমিত্ত জেলা প্রশাসক-লালমনিরহাট; উপজেলা নির্বাহী অফিসার-বানারীপাড়া, বরিশাল; উপজেলা নির্বাহী অফিসার-সাঁথিয়া, পাবনা; উপজেলা নির্বাহী অফিসার-কটিয়াদী, কিশোরগঞ্জ ও নির্বাহী প্রকৌশলী সড়ক বিভাগ, লক্ষ্মীপুর বরাবর পত্র প্রেরণ করেছে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট। # কশেম