দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঘুষের ১০ লাখ টাকাসহ গ্রেফতার জাতীয় রাজস্ব বোর্ডের নিয়ন্ত্রণাধীন রাজশাহীর উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভ‚ঁইয়াকে হাইকোর্টের দেওয়া জামিনের স্থগিতাদেশ আরও তিন মাস বৃদ্ধি করেছেন সুপ্রিম কার্টের আপিল বিভাগ। অভিযুক্ত মহিবুল ইসলাম ভ‚ঁইয়াকে ১০ লাখ টাকা ঘুষ গ্রহণকালে গত ৪ এপ্রিল দুপুরে তার নিজ কার্যালয় থেকে দুদক কর্মকর্তারা গ্রেফতার করেন। এ ঘটনায় দুদক তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। গত জুলাই মাসে কারাবন্দি অভিযুক্ত মহিবুল ইসলাম ভ‚ঁইয়ার জামিন আবেদন মঞ্জুর করেন হাইকোর্টের একটি বে । এরপর হাইকোর্টের জামিন স্থগিত চেয়ে দুদকের পক্ষ থেকে আবেদন জানালে আপিল বিভাগ ওই জামিনের বিরুদ্ধে স্থগিতাদেশ দেন। ইতোমধ্যে ঘুষের ১০ লাখ টাকাসহ গ্রেফতার হওয়ার পর মহিবুল ইসলাম ভ‚ঁইয়াকে সাময়িক বরখাস্ত করেছে অর্থ মন্ত্রণালয়।
মঙ্গলবার (৩১ অক্টোবর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বিভাগের পূণাঙ্গ বে শুনানি গ্রহণ করে আসামীর জামিনের স্থগিতাদেশ আরও তিন মাস বৃদ্ধির আদেশ দেন।
আদালতে এনবিআরএ’র উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভ‚ঁইয়ালর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী, এম সাঈদ আহমেদ রাজা ও ব্যারিস্টার এনামুল কবির ইমন। অপরদিকে দুদকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মো. খুরশীদ আলম খান।
গণমাধ্যমকে দুদকের আইনজীবী বলেন, আসামী মহিবুল ইসলাম ভ‚ঁইয়াকে দেওয়া হাইকোর্টের জামিনের বিরুদ্ধে দুদকের করা লিভ টু আপিল শুনানি ৩ মাসের জন্য স্ট্যান্ডওভার রেখেছেন আপিল বিভাগ। সেই সঙ্গে এ মামলার আলামত সিসিটিভি ফুটেজ সংক্রান্ত রুল ১ মাসের মধ্যে হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
তিনি আরও বলেন, গত ৪ এপ্রিল দুপুরে রাজশাহী কর ভবনে অভিযান চালিয়ে ঘুষের ১০ লাখ টাকাসহ রাজশাহী কর অ লের (সার্কেল-১৩) উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভ‚ঁইয়াকে গ্রেফতার করে দুদকের একটি আভিযানিক দল। এ ঘটনায় দুদক রাজশাহী কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) আমিনুল ইসলাম বাদী হয়ে দুর্নীতি বিরোধী আইনে গ্রেফতার হওয়া মহিবুলের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এ মামলায় মহিবুলের জামিন আবেদন নামঞ্জুর করে বিচারিক আদালত। পরে আসামীর পক্ষ থেকে জামিনের জন্য হাইকোর্টে আবেদন করা হয়। গত জুলাই মাসে আসামী মহিবুল ইসলামকে জামিন দেন হাইকোর্ট। তারই ধারাবে জামিন স্থগিত চেয়ে আবেদন করা হয়।# একে