দূরবীণ নিউজ প্রতিবেদক :
গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২০২ জন এবং মৃত্যু হয়েছে ১৫ জনের । এ নিয়ে মোট আক্রান্ত ২০ হাজার ৬৫ জন এবং মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯৮ জনে। আক্রান্তের এ সংখ্যাটিই এ পর্যন্ত সর্বাধিক আক্রান্তের ঘটনা।
আর মৃত্যুদের মধ্যে পুরুষ ৭ জন ও নারী ৮জন।
শুক্রবার (১৫ মে) দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।
তিনি আরো জানান, ৪১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ৫৩৯টি, পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ৫৮২টি। পরীক্ষার সংখ্যাটিও এ পর্যন্ত সর্বাধিক।
নাসিমা সুলতানা আরো জানান, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৮৯ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ হাজার ৮৮২ জন। তিনি আরো জানান, গতকাল সুস্থ হওয়ার সংখ্যা ছিল ২৪২ জন।
তাদের বয়স বিশ্লেষণে ৮১-৯০ বছরের মধ্যে দুইজন, ৬১-৭০ তিনজন, ৫১-৬০ আটজন, ৩১-৪০ একজন ও ২১-৩০ একজন।
২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ২৫৯ জনকে। আইসোলেশন থেকে ছাড় দেয়া হয়েছে ৮১ জনকে। ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানায় সরকার। # কাশেম