বিশেষ প্রতিবেদক, দূরবীণ নিউজ :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া টানা ৫৩ দিন পর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে গুলশানে বাসায় ফিরেছেন।
আজ শনিবার (১৯ জুন) ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুলশানের নিজের বাসা ফিরোজায় ফিরেছেন । তিনি গত ২৭ এপ্রিল করোনাভাইরাস পজিটিভ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। দীর্ঘদিন চিকিৎসার পর আজ তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন।’
উল্লেখ্য, গত ১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। একইসাথে তার বাসভবন ফিরোজার আরো আটজন ব্যক্তিগত স্টাফও করোনায় আক্রান্ত হন। তারা সবাই বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন।
এরপর ১৪ এপ্রিল রাতে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সিটি স্ক্যান করা হয়। পরে তিনি আবার বাসায় ফিরে যান। তবে শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৮ এপ্রিল তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন।এভারকেয়ারে চিকিৎসাধীন অবস্থায় গত ৬ মে তিনি করোনামুক্ত হন। এরপরও তিনি হাসপাতালে ভর্তি থেকে অন্যান্য রোগের চিকিৎসা নিচ্ছিলেন।
/এডিজেড/একে। দূরবীণ নিউজ