সর্বশেষঃ
র‌্যাক স্পোর্টস ফেস্টিভ্যাল ফুটবলে ৪-০ গোলে বিজয়ী বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন ‘শেখ বশিরের’ বিরুদ্ধে হত্যা মামলা: বাদী নিশ্চিত নয়, উপদেষ্টা সেখ বশির আসামি বিমানবন্দরে অতিথির সম্মান পাবেন প্রবাসীরা: ড. মুহাম্মদ ইউনূস গুলশানে রাস্তা ও ফুটপাতের ২৫০টি অবৈধ দোকান উচ্ছেদ ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে ৫ জন আটক বন্যায় ক্ষতবিক্ষত রায়পুর-লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়ক , জনভোগান্তি ১২০ টাকায় পুলিশের টিআরসি নিয়োগ: পুলিশ সুপার ফরিদপুর পদ্মাসেতু থেকে শরীয়তপুর  সড়কের কাজ দ্রুত সম্পন্নের দাবীতে মানববন্ধন ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১,৩১,৩৭৬ জন জিপিএ-৫ পেয়েছে ‘সরকারি প্রকল্পে অপচয় রোধে সচেষ্ট থাকতে হবে’
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৫৪ পূর্বাহ্ন

খাদ্যে মন্ত্রণালয়ের যুগ্ম সচিবসহ ৫০ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

দূরবীণ নিউজ প্রতিনিধি:
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাসিমা বেগমসহ ৫০ জনের বিরুদ্ধে খাদ্য পরিদর্শক পদে চাকরি প্রার্থীদের উত্তরপত্র ঘষা-মাজা করে নম্বর বাড়ানোর অপরাধের মামলায় চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১০ অক্টোবর) দুদক সচিব মো. মাহবুব হোসেন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন ঢাকার বিশেষ জজ আদালতে তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক আলী আকবর চার্জশিটটি জমা দিয়েছেন।

দুদকের চার্জশিটে উল্লেখ রয়েছে, কম্পিউটার সফটওয়্যারে কারসাজি করে অনুত্তীর্ণদের লিখিত পরীক্ষার ফলে বেশি নম্বর দেখিয়ে অন্যায়ভাবে ৪৪ প্রার্থীকে চাকরি লাভের অবৈধ সুযোগ করে দিয়েছেন আসামীরা। অধিকতর তদন্ত শেষে মোট ৫০ জন আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে।

চার্জশিটভুক্ত আসামীরা হলেন- বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (খাদ্য বিভাগের সাবেক উপ-সচিব) নাসিমা বেগম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব ও সাবেক উপ-পরিচালক (সংস্থাপন) ইফতেখার আহমেদ, খাদ্য অধিদপ্তরের পরিচালক (সংগ্রহ) ইলাহী দাদ খান, ডেভেলপমেন্ট প্ল্যানার্স অ্যান্ড কনসালটেন্টসের ম্যানেজার মো. আইউব আলী, সাবেক সিস্টেম অ্যানালিস্ট ও টেকনিক্যাল ম্যানেজার আসাদুর রহমান, সাবেক হার্ডওয়ার ইঞ্জিনিয়ার মো. আরিফ হোসেন এবং অ্যাসিস্ট্যান্ট ডাটাবেজ অ্যাডমিন মো. আবুল কাসেম।

চাকরি পাওয়া ৪৩ খাদ্য পরিদর্শক হলেন— শরীয়তপুর উপজেলার খাদ্য পরিদর্শক মুহাম্মদ তাজুল ইসলাম, সিলেট কোম্পানীগঞ্জ উপজেলার খাদ্য পরিদর্শক মো. জহিরুল ইসলাম, সিলেট সদরের খাদ্য পরিদর্শক অপূর্ব কুমার রায়, সাভার উপজেলার খাদ্য পরিদর্শক আবু জাকির মোহাম্মদ রিজওয়ানুর রহমান, ফরিদপুর বোয়ালমারী উপজেলার খাদ্য পরিদর্শক আসমা রহমান, মানিকগঞ্জ হরিরামপুরের খাদ্য পরিদর্শক আসমা ইসলাম, সিলেট বিয়ানীবাজারের খাদ্য পরিদর্শক জাহানারা জলি, শেরপুর নয়াবিল টিপিসির খাদ্য পরিদর্শক অলিউর রহমান, জামালপুর সদর উপজেলার খাদ্য পরিদর্শক সানজিদা সুলতানা, কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার উম্মে হানী, সিলেট বিশ্বনাথ উপজেলার খাদ্য পরিদর্শক মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম ভূঞা, হবিগঞ্জ আজমিরীগঞ্জের খাদ্য পরিদর্শক প্রতাপ কুমার সরকার, পাবনা চাটমোহর উপজেলার খাদ্য পরিদর্শক কোহিনুর আক্তার, সুনামগঞ্জ ধর্মপাশার খাদ্য পরিদর্শক মির আরিফুর রহমান, নেত্রকোণার কলমাকান্দা উপজেলার খাদ্য পরিদর্শক মোহাম্মদ আব্দুল ওয়াহাব, ময়মনসিংহ গয়েশপুর উপজেলার খাদ্য পরিদর্শক মো. সাজ্জাদ হোসেন খান পাঠান, নেত্রকোণা সদর উপজেলার খাদ্য পরিদর্শক হিমেল চন্দ্র সরকার, ঢাকা সিএসডির খাদ্য পরিদর্শক মোহাম্মদ রইছ উদ্দিন, শেরপুর সদর উপজেলার খাদ্য পরিদর্শক সালমা আক্তার, জামালপুর এলএসডির খাদ্য পরিদর্শক শামছুন নাহার, টাঙ্গাইল ঘাটাইলের খাদ্য পরিদর্শক ইয়াসির আরাফাত, টাঙ্গাইল নাগরপুর উপজেলার খাদ্য পরিদর্শক মো. এদিব মাহমুদ, পটুয়াখালী গলাচিপা উপজেলার খাদ্য পরিদর্শক হালিমা আহমেদ, ঝালকাঠি সদর উপজেলার খাদ্য পরিদর্শক রবীন্দ্রনাথ বিশ্বাস, কুমিল্লা বরুড়া উপজেলার খাদ্য পরিদর্শক মোহাম্মদ তৈয়ব উল্যাহ খান, নওগাঁ ধামুইরহাট উপজেলার শেখ মো. জাকারিয়া হাসান, নওগাঁ বদলগাছীর মোহাম্মদন নুরুজ্জামান, নওগাঁ পোরশা উপজেলার খাদ্য পরিদর্শক মো. আতিকুর রহমান, বগুড়া শিবগঞ্জ উপজেলার খাদ্য পরিদর্শক মোছা. মমতাজ বেগম, জামালগঞ্জ এলএসডির খাদ্য পরিদর্শক কানিজ শারমিন, পাবনা আটঘরিয়া উপজেলার খাদ্য পরিদর্শক মো. জুনায়েদ কবীর, মানিকগঞ্জ সিংগাইর উপজেলার খাদ্য পরিদর্শক সেলিনা আক্তার, সিরাজগঞ্জ কাজীপুর উপজেলার খাদ্য পরিদর্শক মোহাম্মদ আলী মিঞা, রংপুর মিঠাপুকুরের খাদ্য পরিদর্শক মোছা. জাকিয়া সুলতানা, কুড়িগ্রাম সদর উপজেলার খাদ্য পরিদর্শক অনিমেষ কুমার সরকার, নীলফামারীর জলঢাকা উপজেলার মোছা. জেসমিন আক্তার, নীলফামারী সৈয়দপুর উপজেলার খাদ্য পরিদর্শক মো. রায়হান কবির, রংপুর পীরগঞ্জ মিঠাপুকুর টিপিসির খাদ্য পরিদর্শক মো. শরিফুল ইসলাম, সাতক্ষীরা দেবহাটার খাদ্য পরিদর্শক বিল্লাল হোসেন, বাগেরহাট মংলা উপজেলার খাদ্য পরিদর্শক মো. আবুল হাশেম, পটুয়াখালী কাঠালতলি উপজেলার খাদ্য পরিদর্শক ইসরাত জাহান মনা, বরগুনা সদর উপজেলার খাদ্য পরিদর্শক আরিফা সুলতানা এবং সুনামগঞ্জ দিরাই উপজেলার খাদ্য পরিদর্শক আশীষ কুমার রায়।

দুদকের তদন্তে বেরিয়ে এসেছে, খাদ্য অধিদপ্তরের ২০১০ সালের ১৬ সেপ্টেম্বরে ৩য় শ্রেণির ১০ ক্যাটাগরিতে (খাদ্য পরিদর্শক, উপ-খাদ্য পরিদর্শক, সহকারী উপ-খাদ্য পরিদর্শক, সুপার ভাইজার, অডিটর, উচ্চমান সহকারী, হিসাব রক্ষক কাম ক্যাশিয়ার, অফিস সহকারী কাম-মুদ্রাক্ষরিক, ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর, সহকারী অপারেটর) ১ হাজার ৫৫২টি শূন্য পদ পূরণের জন্য খাদ্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়। এরপরই খাদ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ইলাহী দাদ খানকে সভাপতি করে পাঁচ সদস্যের যাচাই-বাছাই কমিটি গঠন করা হয়। খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদে লোক নিয়োগ পরীক্ষায় নম্বর নির্ধারণ, প্রশ্নপত্র তৈরি, লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া, ফল প্রকাশসহ যাবতীয় কাজ বিভাগীয় নির্বাচন বা বাছাই কমিটির মাধ্যমে সম্পন্ন করা হয়।

২০১১ সালের ২৩ ডিসেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর মৌখিক পরীক্ষা শেষে ২০১২ সালের ১১ জানুয়ারি বিভাগীয় নির্বাচন/বাছাই কমিটির সভা শেষে উত্তীর্ণদের নাম ঘোষণা করা হয়। কিন্তু দুদকের তদন্তে দেখা যায়, বাছাই কমিটির সদস্য ও ডেভেলপমেন্ট প্ল্যানার্স অ্যান্ড কনসালটেন্টসের কর্মকর্তাদের যোগসাজশে লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়া বা কম নম্বর পাওয়া ৪৪ পরীক্ষার্থীর লিখিত পরীক্ষার ওএমআর সিটে প্রাপ্ত নম্বরে জালিয়াতির মাধ্যমে বেশি বসিয়ে ৮০ ও তদূর্ধ্ব নম্বর দিয়ে ফল প্রকাশ করা হয়। ওই তালিকায় বিভাগীয় নির্বাচন বা বাছাই কমিটির সদস্যদেরও সই পাওয়া যায়। যেখানে আসামি ৪৩ জন পরীক্ষার্থীসহ মোট ৩২৮ জনকে খাদ্য অধিদপ্তরের খাদ্য পরিদর্শক পদে নিয়োগ দেওয়া হয়েছে। দুদক দÐবিধির ৪১৮/৪২০/৪৭৭(ক)/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় চার্জশিট অনুমোদন দেওয়া হয়।

মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ও বাছাই কমিটির সদস্য রোকেয়া খাতুন, ঢাকা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) ও সরকারি কর্ম-কমিশন সচিবালয়ের সাবেক উপ-পরিচালক মো. মাহবুবুর রহমান ফারুকীকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দুদকের অনুসন্ধানে প্রমাণিত হওয়ার পর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিবসহ ৫৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল দুদক। ২০১৫ সালের ১০ অক্টোবর রাজধানীর শাহবাগ থানায় দুদকের তৎকালীন উপ-পরিচালক মো. মনিরুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ৩:৩৬ অপরাহ্ণ
  • ৫:১৫ অপরাহ্ণ
  • ৬:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12