দূরবীণ নিউজ প্রতিবেদক :
বৈশ্বিক মহামারির সময়ে ক্র্যাব সদস্য ও তার পরিবারের সদস্যদের স্বাস্থ্যগত সুরক্ষার নিশ্চিতের জন্য ‘টেলি কনসালটেশন সেবা’ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব)। দেশের এই সংকটকালীন মুহুর্তে করোনাভাইরাসসহ স্বাস্থ্য বিষয়ক যে কোনো সমস্যায় মুঠো ফোনে কল করে ঘরে বসে সেবা নিন। আতংকিত নয়, আসুন সচেতন হই।
দেশের এই সংকটময় মুহুর্তে আপনারা জীবনের ঝুঁকি নিয়ে যারা মাঠে-ঘাটে কাজ করছেন। সে ক্ষেত্রে যতটা সম্ভব সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করুন। নিয়মতান্ত্রিক জীবন যাপন করুন। অতীতের মতো সব সদস্যদের কল্যাণে পাশে থাকবে ক্র্যাব। সবাই সুস্থ থাকুন। নিরাপদে থাকুন।
আপনাদের সেবায় প্রথম পর্যায়ে ১০ সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দলের মাধ্যমে মোবাইল ফোনে এ সেবা দেয়া হবে। # কাশেম
It’s a very good initiative. Your such kind of enthusiastic work will be very helpful now, ingggshaaaaAllah.