দূরবীণ নিউজ প্রতিবেদক :
এবার নানা আয়োজনে ও বেশ আকর্ষণীয় হচ্ছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক বনভোজন ।
শ্রক্রবার ২১ ফেব্রয়ারী পূর্বাচল (৩শ ফিট) সী শেল পার্কে ক্র্যাবের বার্ষিক বনভোজন ও ফ্যামিলী ডে অনুষ্ঠিত হবে।
পারিবারিক এ মিলন মেলায় প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও ক্র্যাব সদস্যদের পরিবারের জন্য ক্রিড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে।
প্রথম পর্বে ক্র্যাব সদস্য ও পরিবারের শিল্পীদের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘হৃদয়ে মায়ের ভাষা’ অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে অতিথি শিল্পীদের অংশ গ্রহণে সময় সল্পতার কারণে এবং নানা সীমাবদ্ধাতার কারণে দ্বিতীয় পর্বে অতিথি শিল্পী ছাড়া আমরা সদস্য বা তাদের পরিবারের শিল্পীদের সাংষ্কৃতিক অনুষ্ঠানে সুযোগ দিতে পারবো না।
কমিটির সভায় সিদ্ধান্ত অণুযায়ী আমরা অনুষ্ঠানকে দুটি ভাগে ভাগ করেছি। আশা করি আপনারা আমাদের সার্বিকভাবে সযোগিতা করবেন।
নিচে সময়সুচী দেওয়া হয়েছে :
#ক্রীড়া প্রতিযোগিতা
সময় : সকাল ১০ টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত।
সদস্যদের স্ত্রী (ভাবিদের ) জন্য খেলা
১। ব্যালেন্স দৌড় (মুখে চামিচের উপর মার্বেল রেখে)
২। পিলো পাসিং
# সদস্য সন্তানদের জন্য দৌড় প্রযোগিতাঃ
ক . গ্রুপ ৫ থেকে ৮ বছর
খ. গ্রুপ ৯ থেকে ১৫ বছর
# সাংষ্কৃতিক অনুষ্ঠান হৃদয়ে মায়ের ভাষা (প্রথম পর্ব)
সময়: সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর পর্যন্ত
খেলা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিচালনায়:
কামাল হোসেন তালুকদার এবং আসলাম রহমান, (সাবেক ক্র্যাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক),
শাফি উদ্দিন আহমেদ ( সদস্য সচিব ) সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠান উদাযান কমিটি ২০২০।
সার্বিক সহযোগিতায়ঃ ক্র্যাব কার্য নির্বাহী কমিটি ২০২০, সাইফ বাবলু , ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক # প্রেস বিজ্ঘপ্তি