মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১০:০৪ পূর্বাহ্ন

কে হচ্ছে! দুদকের নতুন চেয়ারম্যান ! সুপারিশ থাকবে ৫সদস্যের বাছাই কমিটির

দূরবীণ নিউজ প্রতিবেদক:
এবার কে হচ্ছে, দুদকের নতুন চেয়ারম্যান ও নতুন কমিশনার। আর এ নিয়ে শুরু হয়েছে, নানা জল্পনা-কল্পনা। কারা দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও একজন কমিশনার পদে নিয়োগ পাচ্ছেন। এসব বিষয়টি নিয়ে সরকার, প্রশাসন এবং রাজনৈতিক অঙ্গনে চলছে নানা হিসেব নিকেশ।

এদিকে আগামী ১৩ মার্চ দুদকের বর্তমান চেয়ারম্যান ইকবাল মাহমুদ এবং কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলামের মেয়াদ শেষ হচ্ছে। তারা বিদায় নেবার পরে নতুন চেয়ারম্যান এবং একজন কমিশনার ওই শূন্যপদে যোগদান করবেন। সার্বিক পরিস্থিতি নিয়ে অনেকেই গভীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন,আগামী ৫ বছর মেয়াদী দুদকের নতুন চেয়ারম্যান পদে কে আসচ্ছেন।

২০০৪ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) গঠনের পর এই পর্যন্ত ৪ জন চেয়ারম্যান দায়িত্ব পালন করেছেন। দুদকের আইন অনুযায়ী, কমিশন (দুদক) তিনজন কমিশনারের সমন্বয়ে গঠিত হয়। তাদের মধ্য থেকে একজন চেয়ারম্যান হন। আর এই কমিশনারদের মেয়াদ পাঁচ বছর।

জানা যায়, প্রথম চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন, নিচারপতি সুলতান হোসেন খাঁন, দ্বিতীয় চেয়ারম্যান ওয়ান ইলিভেনের সময় ছিলেন সাবেক সেনা প্রধান হাসান মাসুদ চৌধুরী, তৃতীয় চেয়ারম্যান সাবেক সচিব গোলাম রহমান জতুর্থ চেয়ারম্যান মো. বদিউজ্জামান, পঞ্চম চেয়ারম্যান (বর্তমান) মো. ইকবাল মাহমুদ। এবার আসবেন দুদকের ষষ্ঠ চেয়ারম্যান।

ইতোমধ্যে সরকার দুদকের নতুন চেয়ারম্যান ও একজন নতুন কমিশনার নিয়োগের জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে।

গত ২৮ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৫ সদস্যের বাছাই কমিটি গঠন করে আদেশ জারি করা হয়েছে। কমিটির অপর চার সদস্য হলেন, হাইকোর্ট বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা (সর্বশেষ অবসরপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিবের আগের অবসরপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব, যদি তিনি দায়িত্ব পালনে অপারগ হন তাহলে বর্তমানে কর্মরত মন্ত্রিপরিষদ সচিব)।

এই কমিটি আলোচিত দুইটি পদের জন্য দুইজন করে মোট চারজনের একটি তালিকা তৈরি করবেন এবং সুস্পষ্ট মতামত এবং সুপারিশমালা সহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে জমা দিবেন। তবে আগামী ১৩ মার্চ বর্তমান কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ এবং কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলামের মেয়াদ শেষ হচ্ছে।

সরকারের বাছাই কমিটি গঠনের আদেশে বলা হয়, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও একজন কমিশনারের পদ শিগগিরই শূন্য হবে বিধায় তাদের স্থলে দুইজন কমিশনার নিয়োগের সুপারিশ দিতে ‘দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪’-এর ৭ ধারা অনুযায়ী এই বাছাই কমিটি গঠন করা হয়েছে।

বাছাই কমিটি কমিশনার নিয়োগের সুপারিশ দিতে উপস্থিত সদস্যদের কমপক্ষে তিনজনের সিদ্ধান্তের ভিত্তিতে কমিশনারের প্রতিটি শূন্য পদের বিপরীতে দুইজন ব্যক্তির নামের তালিকা প্রণয়ন করবে। এরপর আইনের ধারা ৬-এর অধীনে নিয়োগের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠাবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়, কমপক্ষে চারজন সদস্যের উপস্থিতিতে বাছাই কমিটির কোরাম হবে। মন্ত্রিপরিষদ বিভাগ এই বাছাই কমিটির কার্য-সম্পাদনে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে।/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ৪:৩০ অপরাহ্ণ
  • ৬:২৪ অপরাহ্ণ
  • ৭:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12