শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:১৫ অপরাহ্ন

কেজিতে পেঁয়াজের দাম দ্রুত কমছে

দূরবীন নিউজ ডেস্ক :
বাংলাদেশের বিভিন্ন এলাকায় পাইকারী বাজারে পেঁয়াজের দাম দ্রুত কমতে শুরু করেছে। এমনকি খুচরা বাজারেও পেঁয়াজের দাম কমছে। ইতোমধ্যে হিলি স্থলবন্দরের খুচরা বাজারে একদিনের ব্যবধানে প্রতি কেজিতে পেঁয়াজের দাম কমেছে ৫০ থেকে ৬০ টাকা। এই দাম আরো কমবে।

রোববার (১৭ নভেম্বর) বাজারঘুরে এবং ক্রেতা-বিক্রেতারা গণমাধ্যমকে এমন কথাই বলেছেন।

পেঁয়াজ বিক্রেতা ও আড়তেরা বলছেন, গত১৬ নভেম্বর খুচরা বাজারে যে পেঁয়াজ বিক্রি হয়েছে প্রতি কেজি ২০০ থেকে ২২০ টাকা দরে রোববার তা প্রকারভেদে বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা কেজিতে।

হিলি বাজারের পেঁয়াজ ব্যবসায়ী মনিরুল ইসলাম মনি গণমাধ্যমকে জানান, বাজারে পেঁয়াজের সরবরাহ বেশি হওয়ায় দাম কমতে শুরু করেছে। পেঁয়াজ এখন সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে চলে আসছে।

তিনি বলেন, আমরা মনে করছি- দেশজুড়ে প্রশাসনের পক্ষ থেকে বাজারে মনিটরিং শুরু হয়েছে। তাই কমতে শুরু করেছে পেয়াজের দাম। সামনে আরও কমবে।

পেঁয়াজ কিনতে আসা মতিউর রহমান গণমাধ্যকে জানান, গত দুই দিন থেকে পেঁয়াজের দাম অনেকটা বেশি ছিলো। তবে রোববার কেজিতে ৫০ থেকে ৬০ টাকা কমেছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭ পূর্বাহ্ণ
  • ১২:০১ অপরাহ্ণ
  • ৪:৩০ অপরাহ্ণ
  • ৬:২৬ অপরাহ্ণ
  • ৭:৪৩ অপরাহ্ণ
  • ৫:৩৩ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12