দূরবীণ নিউজ ডেস্ক :
প্রাণঘাতি করোনায় পিরোজপুর জেলায় একদিনে সর্বোচ্চ ৫০ জন আক্রান্ত হবার খবর পাওয়া গেছে। আর এ নিয়ে পিরোজপুরে ২৯৮ জন করোনায় আক্রান্ত হলেন।
সিভিল সার্জন অফিস গণমাধ্যমকে জানিয়েছে, রোববার রাতে নতুন করে ৫০ জন রোগী শনাক্ত হয়। এটিই এ জেলায় একদিনে শনাক্ত সর্বোচ্চ সংখ্যক রোগী। আক্রান্তদের ৭ জনের বাড়ি পিরোজপুর সদরে, ২৭ জনের বাড়ি মঠবাড়িয়া, ৮ জনের বাড়ি কাউখালী, ৫ জনের বাড়ি ভান্ডারিয়া এবং ৩ জনের বাড়ি নাজিরপুর উপজেলায়।
এছাড়া মোট আক্রান্ত ২৯৪ জনের মধ্যে সদর উপজেলায় ৫৭ জন, ভাণ্ডারিয়া উপজেলায় ৫৫ জন, মঠবাড়িয়া উপজেলায় ৯৯ জন, কাউখালী উপজেলায় ২০ জন, নেছারাবাদ উপজেলায় ২২ জন, ইন্দুরকানী উপজেলায় ২২ জন এবং নাজিরপুর উপজেলায় ১৯ জন রোগী রয়েছে।
এ পর্যন্ত আক্রান্তদের মধ্য থেকে সুস্থ হয়েছেন ১৪২ জন এবং এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে ৫ জন। রোববার পর্যন্ত পিরোজপুর থেকে মোট ২ হাজার ৬১৫ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। তবে এখনো ৮১৯ জনের নমুনার প্রতিবেদন হাতে পায়নি স্বাস্থ্য বিভাগ। #