দূরবীণ নিউজ ডেস্ক:
করোনায় পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব ড. এ কে এম রফিক আহাম্মদের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং সাবেক পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শনিবার (১০ এপ্রিল) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ম বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গত ২৩ মার্চ তার করোনা টেস্টের রেজাল্ট পজিটিভ আসে। পরে ২৭ মার্চ তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে দীর্ঘ দিন চিকিৎসাধীন থাকার পর অবস্থায় অবনতি হলে ৮ এপ্রিল দিবাগত রাতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে তিনি আজ ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবেশ অধিদফতরের মহাপরিচালক বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১০ম ব্যাচের একজন কর্মকর্তা হিসেবে ১৯৯১ সালে সরকারি চাকরিতে যোগদান করেন।
ড. হাছান মাহমুদ তার শোকবার্তায় পরিবেশমন্ত্রী থাকাকালে ড. রফিক তার একান্ত সচিব ছিলেন উল্লেখ করে বলেন, চাকুরী জীবনে ড. এ কে এম রফিক আহাম্মদের একনিষ্ঠতা দেশের সিভিল সার্ভিস অঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে।#