বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:০৬ পূর্বাহ্ন

করোনায় আক্রান্ত প্রতিমন্ত্রী, হুইপসহ ৩০ এমপি, বাড়ছে আতঙ্ক

দূরবীণ নিউজ প্রতিবেদক:
প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সরকারের সাবেক মন্ত্রী, বর্তমান প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপসহ অন্তত ৩০ জন এমপি। একইসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর ২ জন সদস্য ও সম্পাদকমণ্ডলীর ২ জন সদস্যও করোনায় আক্রান্ত হবার খবর পাওয়া গেছে। এমেই বাড়ছে করোনা আতঙ্ক।

জাতীয় সংসদের তথ্য অনুযায়ী করোনায় আক্রান্তরা হলেন, সাবেকমন্ত্রী বর্তমান এমপি ও সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, চট্টগ্রাম-১ আসনের (এমপি) আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রাম-১২ আসনের (এমপি) সরকার দলীয় হুইপ শামসুল হক চৌধুরী, কক্সবাজার-১ আসনের মো. জাফর আলম, কক্সবাজার-২ আসনের আশেক উল্লাহ রফিক, কক্সবাজার-৪ আসনের শাহীন আক্তার (আব্দুর রহমান বদির) স্ত্রী, ঢাকা-৭ আসনের হাজি মো. সেলিম।

জামালপুর-৪ আসনের এমপি বর্তমান তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, কুমিল্লা-৪ আসনের রাজী মোহাম্মদ ফখরুল, ফেনী-২ আসনের নিজাম উদ্দিন হাজারী, নোয়াখালী-৩ আসনের মামুনুর রশিদ কিরণ, হবিগঞ্জ-১ আসনের গাজী মোহাম্মদ শাহ নওয়াজ, হবিগঞ্জ-২ আসনের মো. আব্দুল মজিদ খান, সংরক্ষিত মহিলা আসনের নাহিদ ইজহার খান, শিরীন আহমেদ, জান্নাতুল বাকিয়া, অ্যারোমা দত্ত, রওশন আরা মান্নান,অ্যাডভোকেট খোদেজা নাসরিন আক্তার হোসেন,রাজশাহী-১ আসনের ওমর ফারুক চৌধুরী, বরিশাল-৪ আসনের পঙ্কজ দেবনাথ, ঢাকা-২০ আসনের বেনজির আহমেদ।

নেত্রকোণা-৩ আসনের অসীম কুমার উকিল, গাজীপুর-৪ আসনের বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি, গাজীপুর-৫ আসনের মেহের আফরোজ চুমকি, সিরাজগঞ্জ-৪ আসনের তানভীর ইমাম,পাবনা-২ আসনের আহমেদ ফিরোজ কবির, টাঙ্গাইল-২ আসনের তানভীর হাসান ছোট মনির,রাজবাড়ী-১ আসনের বর্তমান এমপি (সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী) কাজী কেরামত আলী,বগুড়া-৭ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল করিম বাবলু।

আরো জানায়, অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু প্রথমে গত ১৬্র মার্চ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন।গত ২৮ মার্চ রাত ১২টায় তাকে আইসিইউতে নেওয়া হয়। গত ৩ এপ্রিল তাকে সিএমএইচের আইসিইউ থেকে সাধারণ কেবিনে স্থানান্তর করার পর গত ৬ এপ্রিল রাতে পুনরায় আইসিইউতে নেওয়া হয়েছে।

সংরক্ষিত মহিলা আসনের অ্যাডভোকেট খোদেজা নাসরিন আক্তার হোসেন গত ৩ এপ্রিল থেকে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । জাতীয় সংসদ অধিবেশনে যোগদানের আগে ২ এপ্রিল করোনা পরীক্ষায় পজেটিভ রিপোর্ট আসে তার।

পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পাবনা-২ আসনের আহমেদ ফিরোজ কবির গত ৩১ মার্চ থেকে বাসায় আইসোলেশনে আছেন।
টাঙ্গাইল-২ আসনের তানভীর হাসান ছোট মনির গত ৪ এপ্রিল থেক ঢাকায় তার বাসায় আইসোলেশনে আছেন।
রাজবাড়ী-১ আসনের কাজী কেরামত আলী গত ২৫ মার্চ থেকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন।

গাজীপুর-৪ আসনের বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি গত ৩০ মার্চ থেকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন।
ঢাকা-৭ আসনের হাজি মো. সেলিম গত ২৩ মার্চ থেকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন।
নেত্রকোণা-৩ আসনের অসীম কুমার উকিল গত ৬ এপ্রিল থেকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন। /

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ৪:৩১ অপরাহ্ণ
  • ৬:২৮ অপরাহ্ণ
  • ৭:৪৭ অপরাহ্ণ
  • ৫:২৮ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12