দূরবীণ নিউজ ডেস্ক:
চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. মাহবুবর রহমান করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। গত সোমবার রাতে আসা করোনা পরীক্ষার প্রতিবেদনে এই তথ্য জানা যায়।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) আবু বকর সিদ্দিক সাংবাদিকদের এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গত শুক্রবার নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয়। গতকাল সোমবার রাতে ‘পজিটিভ’ ফল আসে। দ্রুত সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।
চট্টগ্রাম মহানগরের অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম প্রথম আলোকে বলেন, ‘স্যার (মাহাবুবর রহমান) চার দিন ধরে করোনার উপসর্গে ভুগছিলেন। তখনই তিনি বাসায় আইসোলেশনে চলে যান। একই সময় তিনি নমুনাও দেন। নমুনা পরীক্ষায় তাঁর শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। গতকাল রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজের পরীক্ষাগার থেকে আমরা এই তথ্য পাই।’
আমেনা বেগম বলেন, ‘স্যারের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল আছে। তাঁর জ্বর নেই। বাসায় আগের মতো আইসোলেশনে আছেন তিনি।’
পুলিশ সূত্র জানায়, গত বৃহস্পতিবার থেকে জ্বরে ভুগছিলেন মাহবুবর রহমান। ওই দিন থেকেই তিনি বাসায় ছিলেন।
চট্টগ্রামে করোনা মোকাবিলায় পুলিশ কমিশনার মাহবুবর রহমান গত মার্চ থেকে নানা উদ্যোগ ও তৎপরতা চালিয়ে আসছেন। এ জন্য সুনাম কুড়াচ্ছে নগর পুলিশ।
উদ্যোগের মধ্যে রয়েছে লোকজনকে রাস্তা থেকে ঘরে ফেরানো। বাসায় বাজার ও ওষুধ পৌঁছে দেওয়া। অসুস্থ লোককে হাসপাতালে পৌঁছে দেওয়া। চিকিৎসক ও নার্সদের জন্য আলাদা গাড়ির ব্যবস্থা করা ইত্যাদি। এসব কাজ সকাল থেকে রাত পর্যন্ত তদারকি করতেন পুলিশ কমিশনার মাহবুবর রহমান।
করোনায় সংক্রমিত হওয়ায় নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার। সোমবার পর্যন্ত চট্টগ্রাম মহানগর পুলিশের ১৮২ জন সদস্যের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। এর মধ্যে তিন পুলিশ সদস্য মারা যান। কয়েকজন সুস্থ হয়েছেন। বাকি পুলিশ সদস্যরা চিকিৎসাধীন। #