দূরবীণ নিউজ প্রতিবেদক :
মুগদা এলাকা থেকে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর আক্রান্ত পরীক্ষার বিপুল পরিমান ভূয়া সনদপত্রসহ জালিয়াতি চক্রের ৪ জন গ্রেফতার ।
সোমবার (১৫ জুন) র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এই তথ্য জানানো হয় ।
র্যাব-৩ গোয়েন্দা সদস্যরা সংবাদের মাধ্যমে জানতে পারে। করোনার দৃশ্যমান উপসর্গ বিহীন ব্যক্তিবর্গ কোভিড-১৯ টেস্টে পজেটিভ হবার পর ভুয়া নেগেটিভ সনদপত্র গ্রহন করে বিভিন্ন অফিস-আদালতে যোগদানসহ বিভিন্ন জায়গায় ভ্রমণ করছে এবং অনেকেই আবার সরকারি ছুটি ও বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা গ্রহনের নিমিত্তে ভূয়া পজেটিভ সনদপত্র গ্রহন করছে। এই সুযোগে এক শ্রেণীর জালিয়াত চক্র করোনা ভাইরাস (কোভিড-১৯) এর ভুয়া সনদপত্র এর রমরমা ব্যবসার ফাঁদ পেতে বসে।
গ্রেফতারকৃতরা হলেন,১ ফজল হক (৪০), জেলা-ময়মনসিংহ, ২। মোঃ শরিফ হোসেন (৩২), জেলা-বরিশাল, ৩। মোঃ জামশেদ (৩০), জেলা-কুমিল্লা এবং ৪। মোঃ লিয়াকত আলী (৪৩), জেলা-মাদারীপুরদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত আসামীদের নিকট থেকে বিপুল পরিমান করোনা ভাইরাস (কোভিড-১৯) এর ভূয়া নেগেটিভ সনদপত্র, ২ টি কম্পিউটার, ২ টি প্রিন্টার এবং ২ টি স্ক্যানার উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, র্যাব-৩ ঢাকা মহানরগরীর মুগদা এলাকায় গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করতঃ উক্ত অসাধু এবং জালিয়াত ব্যক্তিদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার উদ্দেশ্যে ১৫ জুন দুপুর ১২ ঘটিকায় ঢাকা মহানগরীর মুগদা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর ভূয়া সদনপত্র জালিয়াতি, প্রস্তুতকারী এবং বিক্রয়কারী চক্রের ০৪ জন সদস্য। # কাশেম