দূরবীণ নিউজ প্রতিবেদক :
সঙ্গে আছি একটি সামাজিক সংগঠন, করোনায় ক্ষতিগ্রস্থ ও কর্মহীন ২০০ মানুষের মাঝে চাল, ডাল ও আলু বিতরণ করেছে ।
রোববার (২৯ মার্চ) বিকাল ৩ টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোটার্স ইউনিটি চত্বরে পল্টন এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে এসব খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।
এসময় সঙ্গে আছির সভাপতি মো: জসিম উদ্দিন খান, সদস্য সচিব বারেক কায়সার, সদস্য আসিফ শওকত কল্লোল, শওকত আলী লিথু, তাকী জোবায়ের, রিয়াজ চৌধুরী, ও আজমল হক হেলাল এসময় উপস্থিত ছিলেন সঙ্গে আছি’র সদস্যদের উদ্দেশ্য হচ্ছে সমাজের বিত্তবান ধনী মানুষকে আহবান করা যাতে করে জাতীয় এই বিপর্যয়ে তারা গরীব মানুষের পাশে দাড়ায়।
সঙ্গে অছির পক্ষ থেকে আগামী কাল শহরের বাসাবো ও যাত্রাবাড়ী এলাকায় ২০০ মানুষের মধ্যে খাদ্য দ্রব্য বিতরণ করবে। # প্রেস বিজ্ঞপ্তি ।