দূরবীন নিউজ প্রতিবেদক :
সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে সাবেক মন্ত্রী ব্যারিস্টর নাজমুল হুদা একটি মিথ্যে মামলা দায়ের করে উল্টো মানহানি মামলার আসামি হচ্ছেন।
দুদকের তদন্তে শাহবাগ থানায় ব্যারিস্টর নাজমুল হুদার দায়ের করা মামলাটি মিথ্যা প্রমাণিত হয়েছে। ফলে ওই মামলার অভিযোগ থেকে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা অব্যাহতি দিয়েছে দুদক।
বুধবার (৪ ডিসেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
নাজমুল হুদার দায়ের করা মামলাটি তদন্তকারী কর্মকর্তা ছিলেন দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। নাজমুল হুদা ২০১৮ সালে ২৭ সেপ্টেম্বর শাহবাগ থানায় (ডিএমপি) মামলা নং: ৪৯ দায়ের করেন। থানায় মামলাটি দন্ডবিধির ১৬১ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় রেকর্ড করা হয়।
তিনি আরো জানান, মিথ্যে মামলা দায়ের করায় নাজমুল হুদার বিরুদ্ধে দুদক ২০০৪ এর ২৮(গ) (২) ধারায় একটি নিয়মিত মামলা রুজুর অনুমোদন দিয়েছে কমিশন।
দুদকের তদন্তে মামলাটি কাল্পনিক সাজানো ঘটনা মর্মে প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় এবং এজাহারকারী অসৎ উদ্দেশ্যে আদালতের ভাবমূর্তি ক্ষুন্ন করার মানসে আলোচ্য মিথ্যা মামলাটি রুজু করেছেন মর্মেও প্রাথমিকভাবে প্রমাণিত হয়।
বর্ণিত অবস্থার পরিপ্রেক্ষিতে অত্র মামলায় দাখিলের সুপারিশ করেছেন এবং একইসাথে নাজমুল হুদা জেনে শুনে অসৎ উদ্দেশ্যে বিজ্ঞ আদালতের ভাবর্মূতি ক্ষুন্ন করা হয়। নাজমুল হুদার বিরুদ্ধে ২০০৮ সালে ১৮ জুন রুজুকৃত শাহবাগ থানা (ডিএমপি) মামলা নং: ১০১ দায়ের করেিছিল দুদক।
ওই মামলাটি প্রশ্নবিদ্ধ করার মানসে অত্র এজাহারে বর্ণিত মিথ্যা ঘটনার সৃষ্টি করে মামলাটি রুজু করেছেন মর্মে প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য প্রমাণে প্রমাণিত হওয়ায় নাজমুল হুদার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন, ২০০৪ এর ২৮(গ) (২) ধারায় একটি নিয়মিত মামলা রুজুর অনুমোদন দিয়েছে কমিশন। #