সর্বশেষঃ
প্রকৌশল শিক্ষার্থীদের দাবি পর্যালোচনায় ৮ সদস্যের কমিটি গঠন নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন, ঘোষণা আগামীকাল ডাকসু ভিপি প্রার্থী জালাল আহমদ গ্রেপ্তার প্রকৌশল শিক্ষার্থীদের পুলিশের ধাওয়া, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ হাসিনাও এখন তত্ত্বাবধায়ক সরকার চান, ‘ভূতের মুখে রাম নাম’: অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান নির্বাচনকালীন সরকার নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ : প্রধান বিচারপতি পাঁচ মাসে ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশ : বিডা ৩ মাসের জন্য স্থগিত ফজলুর রহমানের দলীয় সব পদ গাজায় শান্তি চুক্তি বিলম্বের চেষ্টা করছে ইসরায়েল: কাতার নতুন ২৫ বিচারপতিকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি
বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন

এজিবি কলোনি কাঁচা বাজারের অবৈধ দখল উচ্ছেদ ,বীর মুক্তিযোদ্ধারা দোকান বুঝে পেয়েছে

দূরবীণ নিউজ প্রতিবেদক :
বীর মুক্তিযোদ্ধাদেরকে বরাদ্দকৃত দোকান বুঝিয়ে দিতে এজিবি কলোনি কাঁচা বাজারের অবৈধ দখলদারদের উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
আজ মঙ্গলবার (১২ অক্টোবর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামানের নেতৃত্বে মতিঝিল এজিবি কলোনী কাঁচা বাজারে অবৈধভাবে দখলে থাকা ৭৩টি দোকানে তালা লাগিয়ে দিয়ে সেগুলো করপোরেশনের আওতায় আনা হয়।

অভিযানকালে আদালত এজিবি কলোনি কাঁচা বাজারের অবৈধ দখলে থাকা দোকানগুলোর সামনে আরো বেশকিছু অস্থায়ীভাবে নির্মিত অবৈধ দোকান দেখতে পান। আদালত অভিযানকালে এ রকম আড়াই শতাধিক দোকানও উচ্ছেদ করে।

অভিযান প্রসঙ্গে কর্পোরেশনের কর্মকর্তারা বলেন, “মতিঝিল এজিবি কলোনি কাঁচাবাজারে সম্মানিত বীর মুক্তিযোদ্ধাদের নামে ৮২টি দোকান বরাদ্দ দেওয়া হয়। গত ২০ বছর যাবত সেই দোকানগুলো অবৈধ দখলদারদের কব্জায় ছিল। সেখানে বরাদ্দ পাওয়া বীর মুক্তিযোদ্ধাদেরকে কখনোই ঢুকতে দেওয়া হয়নি।

মেয়র মহোদয়ের নির্দেশনা অনুসারে আজ আমরা সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধ দখলদার মুক্ত করেছি। দখলমুক্ত দোকানগুলোতে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও আশপাশে এবং সম্মুখে নির্মিত আরো আড়াই শতাধিক অবৈধ ও অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়েছে।

এখন যথাযথ আইন অনুসরণ করে প্রকৃত বরাদ্দ পাওয়া বীর মুক্তিযোদ্ধাদেরকে সেগুলোর বরাদ্দ বুঝিয়ে দেওয়া হবে।”
এ সময় স্থানীয় ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মারুফ আহমেদ মনসুর উপস্থিত ছিলেন।
# প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12