দূরবীণ নিউজ প্রতিবেদক:
রাজধানীর উত্তরায় তাকে র্যাব সদর দফতরে আনা হয়েছে সাতক্ষীরায় গ্রেফতার হওয়া রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো: সাহেদকে।
বুধবার (১৫ জুলাই) সকাল ৫টায় তাকে গ্রেফতারের পর হেলিকপ্টারে ঢাকায় আনা হয়। তাকে বহনকারী হেলিকপ্টারটি সকাল ৯টায় রাজধানীর তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরে অবতরণ করে।
অবতরণের পর র্যাবের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক তোফায়েল বলেন, ১৫ জুলাই ভোর ৫টা ১০ মিনিটে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর তীর সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এরপর সকাল ৯টা ৫০ মিনিটের দিকে তাকে র্যাব সদর দফতরে নেয়া হয়।
করোনা রোগীদের চিকিৎসার নামে প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে গত সোমবার (৬ জুলাই) রাতে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র্যাব। এতে করোনার সনদ দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেয়ার প্রমাণ মেলে। অন্তত ছয় হাজার ভুয়া করোনা পরীক্ষার সনদ পাওয়ার প্রমাণ পাওয়া যায় অভিযানে।
পরদিন মঙ্গলবার রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে মামলা করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো: সাহেদসহ ১৭ জনকে আসামি করা হয়। ১৭ জন আসামির মধ্যে এমডি মাসুদ পারভেজসহ ৮জনকে গ্রেফতার করা হয়েছে। # কাশেম