দূরবীণ নিউজ ডেস্ক :
ঈদে ঘরমুখো যাত্রীদের জন্য পুনরায় রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরি চলাচল শুরু হয়েছে। শুক্রবার (২২ মে) সকাল থেকে আবার স্বাভাবিক হয়েছে। এর আগে অতিরিক্ত যাত্রীর চাপে বন্ধ হয়েছিল এই নৌ পথের ফেরি চলাচল।
ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি গণমাধ্যমকে বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট বাণিজ্যিক ব্যবস্থাপক কর্মকর্তারা আব্দুল্লাহ রনি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত কয়েক দিন ধরে ঢাকা থেকে ঈদে মানুষ ঘরে ফিরছিলেন। কিন্তু করোনা সংক্রমণ রোধের কারণে এই নৌরুটে দিনে ফেরি চলাচল বন্ধ রাখা হতো। কিন্তু আজ শুক্রবার সকাল থেকে তা শিথিল করে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে।
তিনি আরো জানান, বর্তমান এই নৌরুটে ছোট-বড়সহ ১৪টি ফেরি চলাচল করছে। তবে গাড়ির চাপ বাড়লে আরো দুটি ফেরি পাটুরিয়া ঘাটে প্রস্তুত রয়েছে। #