দূরবীণ নিউজ প্রতিবেদক :
ভারত মহাসাগরের গোপন সামরিক ঘাঁটি ডিয়েগো গার্সিয়ায় ৬ বি-২২ স্ট্র্যাটোফোর্ট্রেস দূরপাল্লার বোমারু বিমান পাঠিয়েছে মার্কিন বিমানবাহিনী ।
গত ৬ জানুয়ারি সিএনএনের প্রতিনিধি বারবারা স্টার জানিয়েছে, বোমারু বিমানগুলো ইরানের বিরুদ্ধে অভিযানের জন্য নির্দেশ দেয়া হলে তারা প্রস্তুত থাকবে। অজ্ঞাত ট্রাম্প প্রশাসনের কর্মকর্তার বরাতে তিনি বলেন, যদিও এই বোমারু বিমান মোতায়নে অভিযানের নির্দেশনা দেয়া হয়েছে বলে কোনো ইঙ্গিত বহন করছে না। এসব বিমানকে এখনই হামলার কোনো নির্দেশনা দেওয়া হয়েছে তাও নয়।
এর আগে গত বছর কাতারে বি-৫২ বোমারু বিমান মোতায়েন করা হয়েছিল। সে সময়ও ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা চলছিল।
কর্মকর্তারা বলছেন, এসব বিমান ডিয়েগো গার্সিয়ায় মোতায়েন করার উদ্দেশ্য হলো ইরানি ক্ষেপণাস্ত্রের আওতা থেকে দূরে থাকা।
গত শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অভিজাত কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যা করা হয়। জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের নতুন করে উত্তেজনা শুরু হয়। ইরানও এর কঠিন প্রতিশোধ গ্রহণ করবে বলে ঘোষণা দিয়েছে। সিএনএন ও আরটি। #