দূরবীণ নিউজ ডেস্ক :
রাজধানীর উপকন্ঠে সাভারের আশুলিয়ায় যুব মহিলা লীগ থেকে বহিষ্কৃত নেত্রী মনিকা হাসান ডিস ব্যবসা নিয়ন্ত্রণ করতে স্থানীয় লোকজনের মারধরের শিকার হয়েছেন ।
পরে খরব পেয়ে পুলিশ তাকে উদ্ধার সাভার এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করেছে। একই সাথে এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।
শনিবার (৭ মার্চ) দুপুরে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল চাড়ালপাড়া এলাকার স্থানীয় সড়কে তাকে মারধর করা হয়। পুলিশ ও স্থানীয়রা গণমাধ্যমকে জানান, আশুলিয়ার গাজীরচট চাড়ালপাড়া এলাকায় ডিস ব্যবসা নিয়ে স্থানীয় সোহাগের সঙ্গে মনিকার দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। ডিস ব্যবসা দখলের জন্য মনিকা বিভিন্ন সময়ে ওই এলাকায় গিয়ে গ্রাহকের সংযোগ কেটে দেয়।
এরই সুত্র ধরে আজ দুপুরে গ্রাহকের সংযোগ কাটতে থাকলে স্থানীয়দের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে এলাকাবাসী জড়ো হয়ে তাকে মারধর করে।
এ ব্যাপারে ডিস ব্যবসায়ী সোহাগ বলেন, ডিস সংযোগ কেটে দিতে গেলে স্থানীয়রা জড়ো হয়ে তাকে মারধর করে। মনিকা হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
মনিকা হাসান আশুলিয়া থানা যুব মহিলা লীগের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দীপু বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান গণমাধ্যমকে বলেন, ডিস ব্যবসা নিয়ে স্থানীয় সোহাগ এবং মনিকাকে ডেকে এনে সমাধান করে দিয়েছিলেন। হঠাৎ আজ মারধর করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে। #