শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:১৬ পূর্বাহ্ন

আবিদা ইসলাম মেক্সিকোতে ও দেলোয়ারকে দ: কোরিয়ায় রাষ্ট্রদূত নিয়োগ

ফাইল-- ছবি

দূরবীণ নিউজ ডেস্ক :
দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত আবিদা ইসলামকে মেক্সিকোর রাষ্ট্রদূতের দায়িত্ব দিয়েছে সরকার। একই সঙ্গে তিনি ইকুয়েডর, কোস্টারিকা, গুয়েতেমালা ও হন্ডুরাসের দায়িত্ব পালন করবেন।

আজ বৃহস্পতিবার (১ জলিাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
তার স্থলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার বিষয়ক উইংয়ের পরিচালক দেলোয়ার হোসেনকে দক্ষিণ কোরিয়ায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আবিদা ইসলাম ১৫তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। তিনি বিভিন্ন সময়ে লন্ডন, কলম্বো, ব্রাসেলস ও কলকাতার বাংলাদেশ মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন উইংয়ে দায়িত্ব পালন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ-বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ও অস্ট্রেলিয়ার মোনাস বিশ্ববিদ্যালয় থেকে ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড বিষয়ে উচ্চতর ডিগ্রি লাভ করেন।

      দেলোয়ার হোসেন:

দেলোয়ার হোসেন ১৭তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। তিনি প্যারিস, ত্রিপোলি, থিম্পু, বেইজিং মিশনে গুরুত্বপূর্ণ কূটনৈতিক দায়িত্ব পালন করেন। এর আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন উইংয়ে দায়িত্ব পালন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব‌্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে বিবিএ ও এমবিএ এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি পাস করেন দেলোয়ার হোসেন।

এছাড়া, তিনি প্যারিসের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন থেকে ডিপ্লোমা ডিগ্রি লাভ করেন।

#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ৪:৩০ অপরাহ্ণ
  • ৬:২৪ অপরাহ্ণ
  • ৭:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12