নিজস্ব প্রতিবেদক
সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল সমর্থক শিক্ষকেরা।
সোমবার (১৫ জুলাই) সাদা দলের আহ্বায়ক মো. লুৎফর রহমান, যুগ্ম–আহ্বায়ক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ও আবদুস সালামের পাঠানো বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।
বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠনটির বিবৃতিতে বলা হয়েছে, ‘ সোমবার কোটাবৈষম্যের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচিতে ছাত্রলীগের সশস্ত্র হামলা, গত রোববার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থী, চাকরিপ্রত্যাশী ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সম্পর্কে অসম্মানজনক মন্তব্যে আমরা মর্মাহত। এসব ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও প্রতিবাদ জানাচ্ছি।’
আন্দোলনকারীদের দাবি মেনে নিয়ে উদ্ভূত সংকট দ্রুত সমাধানে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানিয়েছে সাদা দল। বিবৃতিতে বলা হয়েছে, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে ন্যায্য ও যৌক্তিক। তাদের ওপর এ ধরনের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানায় সাদা দল। এই হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে।
বিবৃতিতে সাদা দল বলেছে, ‘মুক্তিযুদ্ধ আমাদের অহংকার ও শ্রেষ্ঠ অর্জন। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান এবং তাঁদের প্রতি আমাদের সম্মান ও কৃতজ্ঞতা প্রশ্নাতীত। চাকরিতে কোটা সংরক্ষণ ছাড়াও তাঁদের অবদানের স্বীকৃতি এবং তাঁদেরকে সম্মান জানানোর অন্য আরও অনেক বিকল্প আছে। তা না করে মুক্তিযুদ্ধের চেতনা লালন ও মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শনের নামে তরুণ প্রজন্মকে দ্বিধাবিভক্ত করার অপকৌশল গ্রহণ করা হচ্ছে। এটি কল্যাণকর হবে না।’