দূরবীন নিউজ প্রতিবেদক :
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত হয়েছেন। এছাড়াও অনুষ্ঠানে দলের সভাপতি মণ্ডলী,যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদেরও নাম ঘোষণা করা হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে দলের ২১তম কাউন্সিল অধিবেশনে তারা নির্বাচিত হন। অনুষ্ঠানে দলের সভাপতি মণ্ডলী,যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদেরও নাম ঘোষণা করা হয়।
সভাপতি মণ্ডলী:
আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীতে এবারো ঠাই পেয়েছেন প্রবীণ নেতা সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ সেলিম, মোহাম্মদ নাসিম, সা্হারা খাতুন, কাজী জাফরুল্লাহ। এছাড়া ফারুক খান, রমেশ চন্দ্র সেন, ড. আব্দুর রাজ্জাক, নুরুল ইসলাম নাহিদ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আব্দুল মান্নান খান, পিযুষ কান্তি ভট্টাচার্য ও আব্দুল মতিন খসরু রয়েছেন এ তালিকায়। সভাপতি মণ্ডলীর সদস্য হিসেবে নতুন অন্তর্ভুক্ত হয়েছেন-শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান।
যুগ্ম সাধারণ সম্পাদক:
ওবায়দুল কাদেরের সাথে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মাহবুবউল আলম হানিফ,ডা. দীপু মনি, ড. হাছান মাহমুদ ও বাহাউদ্দিন নাছিম। শেষের দু’জন যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নতুন যুক্ত হলেন।
সাংগঠনিক সম্পাদক:
আহমদ হোসেন, এসএম কামাল, মির্জা আজম,আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও বিএম মোজাম্মেল হক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে প্রচার সম্পাদক হিসেবে গত কমিটির দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ এবং গত কমিটির সহ দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া দফতর সম্পাদক হিসেবে পদোন্নতি পেয়েছেন।#