দূরবীণ নিউজ ডেস্ক :
অস্বাভাবিক ভাবে বেড়েই চলছে সারা বিশ্বে প্রাণঘাতি করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা । শুক্রবার (১০ এপ্রিল ) বেলা ১০ টা পর্যন্ত বিশ্বের দুইশতাধিক দেশ ও অঞ্চলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৯৫ হাজার ৭৩৫ জনে দাঁড়িয়েছে।
বিশ্বে মোট আক্রান্ত ১৬ লাখ ৪ হাজার ৭১৮ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩ লাখ ৫৬ হাজার ৬৬০ জন। মারাত্নক আক্রান্ত ৪৯ হাজার ১২৮ জন। খবর কোভিড-১৯ নামে করোনা ভাইরাসটের প্রকাশিত তথ্য মতে।
করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যায় ইতালি সবার ওপরে। এ দেশে মোট মৃত্যু হয়েছে ১৮ হাজার ২৭৯ জনের। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৬২৬ জন। আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ২৮ হাজার ৪৭০ জন।
স্পেনে মোট মৃত্যু হয়েছে ১৫ হাজার ৪৪৭ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৩ হাজার ২২২ জন।
ইউরোপের আরেক দেশ ফ্রান্সে মোট মুত্যু হয়েছে ১২ হাজার ২১০ জনের। মোট আক্রান্ত ১ লাখ ১৭ হাজার ৭৪৯ জন।
যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ হাজার ৯৭৮ জনের। এ দেশে মোট আক্রান্ত হয়েছেন ৬৫ হাজার ৭৭ জন। সুস্থ হয়েছেন মাত্র ১৩৫ জন।
সর্বশেষ তথ্যমতে যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ১৬ হাজার ৬৯৭ জনের। করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬৮ হাজার ৮৮৭ জন। করোনাভাইরাসে আক্রান্তের দিক দিয়ে যেটা সর্বাধিক। করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ২৫ হাজার ৯২৮ জন।
করোভাইরাসের উৎপত্তিস্থল চীনে মোট আক্রান্ত ৮১ হাজার ৯০৭ জন। মোট মৃত্যু হয়েছে ৩ হাজার ৩৩৬ জনের। রতে আক্রান্ত ৬ হাজার ৭২৫ জন। মৃত্যু ২২৭ জন। সুস্থ হয়েছে ৬৩৫ জন।
মুসলিমবিশ্বের মধ্যে ইরানে মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৯৩ জন। মোট আক্রান্ত হয়েছেন ৬৪ হাজার ৫৮৬ জন। # কাশেম